Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শনবাংলা প্রশ্ন-বিতর্কে একটা ‘সেনটেন্সে’র অস্পষ্টতা কাটাতে অনেক ‘বাক্য’ খরচ করলেন প্রসেনজিৎসন্দেহের জেরে প্রেমিকার গলা কেটে খুন যুবকের! মুখে টেপ বাঁধা, গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুজীর্ণ দশা ও টোল ট্যাক্স ফাঁকি, সেতু ভাঙার হুঁশিয়ারি কানে তোলেনি গুজরাত সরকার, মৃত বেড়ে ১৩রাস্তাঘাটে অনুমতি না নিয়ে যার তার ছবি তুললে এমনটাই হয়, সোজা শ্রীঘরেডার্বি আসন্ন, মোহনবাগানের অনুশীলনে নামছেন কিয়ান, সুহেল, গ্লেনরাআমেরিকায় মিলল ২০ কোটি বছরের উড়ন্ত সরীসৃপের হাড়, ডায়নোসরেরও আগে অস্তিত্ব ছিল 'ভোরের দেবী'র'ব্লাউজের ভিতর হাত ঢুকিয়ে...' মালয়েশিয়ায় ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ নায়িকারবেদ, উপনিষদ আর প্রকৃতি! রাজনীতি থেকে ছুটি নিলে এভাবেই কাটিয়ে দেবধর্মঘট চলাকালীন কর্তব্যরত পুলিশকে চড়, বাম নেত্রী বর্ণনাকে হাজিরার নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে
Shewag on RCB

IPL 2025: ‘গরিবদের কিছুদিন টেবিল-টপার থাকতে দাও’, রসিকতার সুরে আরসিবিকে বিঁধলেন সেহওয়াগ

চলতি সিজনে কি ভাগ্য ফিরবে? এই নিয়ে রসিকতার সুরে মন্তব্য করে এবার নতুন বিতর্ক উস্কে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ। আইপিএলে ক্রিকেটার, মেন্টর নানান ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আপাতত ধারভাষ্যকার ও বিশ্লেষকের চেয়ারে বসেছেন তিনি।

IPL 2025: ‘গরিবদের কিছুদিন টেবিল-টপার থাকতে দাও’, রসিকতার সুরে আরসিবিকে বিঁধলেন সেহওয়াগ

বীরেন্দ্র সেহওয়াগ

শেষ আপডেট: 1 April 2025 09:15

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে কি এবার খেতাব হাতে তুলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? তৃতীয় রাউন্ডের লড়াই শুরুর আবহে এই প্রশ্নটাই ঘুরপাক খেতে শুরু করেছে ক্রিকেটভক্তদের মনে। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়। শুধু তাই নয়। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসকে হেলায় হারিয়েছেন বিরাট কোহলিরা।

যদিও এই ইতিবাচক শুরুয়াত নিয়ে খুব একটা উচ্ছ্বাস দেখাতে নারাজ আরসিবি সমর্থকদের একটা বড় অংশ। এর কারণ অতীতেও বহুবার পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেও মরশুম শেষে খালি হাতে ফিরতে হয়েছে আরসিবিকে।

চলতি সিজনে কি ভাগ্য ফিরবে? এই নিয়ে রসিকতার সুরে মন্তব্য করে এবার নতুন বিতর্ক উস্কে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ। আইপিএলে ক্রিকেটার, মেন্টর নানান ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আপাতত ধারভাষ্যকার ও বিশ্লেষকের চেয়ারে বসেছেন তিনি। আর বসামাত্র কখনও তোপ দাগছেন, কখনও চিমটি কাটছেন। দিনকয়েক আগে মহেন্দ্র সিং ধোনির বিগত ৫ বছরের আইপিএল ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এবার আরসিবিকে ঠেসে তাদের ‘গরিব’ বলে দেগে দিলেন সেহওয়াগ।

‘ক্রিকবাজে’র একটি টক শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হন ভারতের প্রাক্তন ওপেনার। সেখানে আরসিবির দুরন্ত ফর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘গরিবদের পয়েন্ট টেবিলের উপরেই থাকতে দাও, ছবি তুলতে দাও। কেউ জানে না, কতদিন গরিবের দল শীর্ষে থাকবে।‘

যদিও এই মন্তব্য নিয়ে যাতে ভুল ব্যাখ্যা না হয় তার জন্য সতর্ক করে দিয়েছেন সেহওয়াগ। বলেছেন, ‘কী ভাবছ? আমি টাকা নিয়ে বলছি? সেটা না। আইপিএলে সমস্ত দলই আর্থিক দিক দিয়ে ধনবান। ফ্র্যাঞ্চাইজিরা প্রতিটি মরশুমে ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার করে। আমি তা নিয়ে বলছি না। যেহেতু আরসিবি একটিও আইপিএল ট্রফি জেতেনি, তাই তাদের ‘গরিব’ বলেছি।‘

প্রসঙ্গত, দশটি টিমের টুর্নামেন্টে আরসিবি ছাড়া পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস একবারও ট্রফি জেতেনি।


ভিডিও স্টোরি