বীরেন্দ্র সেহওয়াগ
শেষ আপডেট: 1 April 2025 09:15
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলে কি এবার খেতাব হাতে তুলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? তৃতীয় রাউন্ডের লড়াই শুরুর আবহে এই প্রশ্নটাই ঘুরপাক খেতে শুরু করেছে ক্রিকেটভক্তদের মনে। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়। শুধু তাই নয়। কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসকে হেলায় হারিয়েছেন বিরাট কোহলিরা।
যদিও এই ইতিবাচক শুরুয়াত নিয়ে খুব একটা উচ্ছ্বাস দেখাতে নারাজ আরসিবি সমর্থকদের একটা বড় অংশ। এর কারণ অতীতেও বহুবার পয়েন্ট তালিকায় শীর্ষে থেকেও মরশুম শেষে খালি হাতে ফিরতে হয়েছে আরসিবিকে।
চলতি সিজনে কি ভাগ্য ফিরবে? এই নিয়ে রসিকতার সুরে মন্তব্য করে এবার নতুন বিতর্ক উস্কে দিলেন বীরেন্দ্র সেহওয়াগ। আইপিএলে ক্রিকেটার, মেন্টর নানান ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। আপাতত ধারভাষ্যকার ও বিশ্লেষকের চেয়ারে বসেছেন তিনি। আর বসামাত্র কখনও তোপ দাগছেন, কখনও চিমটি কাটছেন। দিনকয়েক আগে মহেন্দ্র সিং ধোনির বিগত ৫ বছরের আইপিএল ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আর এবার আরসিবিকে ঠেসে তাদের ‘গরিব’ বলে দেগে দিলেন সেহওয়াগ।
‘ক্রিকবাজে’র একটি টক শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হন ভারতের প্রাক্তন ওপেনার। সেখানে আরসিবির দুরন্ত ফর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘গরিবদের পয়েন্ট টেবিলের উপরেই থাকতে দাও, ছবি তুলতে দাও। কেউ জানে না, কতদিন গরিবের দল শীর্ষে থাকবে।‘
Virendra Sehwag trolled both Kohli and RCB at the same time????????????
— Gillfied⁷ (@Gill_Iss) March 31, 2025
pic.twitter.com/Z7lfkbHdbP
যদিও এই মন্তব্য নিয়ে যাতে ভুল ব্যাখ্যা না হয় তার জন্য সতর্ক করে দিয়েছেন সেহওয়াগ। বলেছেন, ‘কী ভাবছ? আমি টাকা নিয়ে বলছি? সেটা না। আইপিএলে সমস্ত দলই আর্থিক দিক দিয়ে ধনবান। ফ্র্যাঞ্চাইজিরা প্রতিটি মরশুমে ৪০০ থেকে ৫০০ টাকা রোজগার করে। আমি তা নিয়ে বলছি না। যেহেতু আরসিবি একটিও আইপিএল ট্রফি জেতেনি, তাই তাদের ‘গরিব’ বলেছি।‘
প্রসঙ্গত, দশটি টিমের টুর্নামেন্টে আরসিবি ছাড়া পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়ান্টস একবারও ট্রফি জেতেনি।