শেষ আপডেট: 5th February 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো : হাতে আর বাকি রয়েছে মাত্র ২ সপ্তাহ সময়। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। ইতিমধ্যে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটা দল শেষবেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে, এই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে কারা থাকবেন, সেই তালিকাও ইতিমধ্য়ে চূড়ান্ত করে ফেলা হয়েছে। প্রসঙ্গত, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মোট ১৫ সদস্যের একটি দল ঘোষণা করা হয়েছে। আর সেই দলেই নাম রয়েছে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের।
উল্লেখ্য, বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে আতঙ্কের অপর নাম। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক বিতর্ক। সম্প্রতি, বর্ডার-গাভাসকার ট্রফি চলাকালীন তিনি প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। তাঁরই একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে যশস্বী জয়সওয়ালকে আউট হয়ে ফিরে যেতে হয়েছিল। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ১২ সদস্যের আম্পায়ার প্যানেলে তাঁর নাম রয়েছে। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন।
মেলবোর্ন টেস্ট ম্য়াচ চলাকালীন কার্যত অবিচারের শিকার হয়েছিলেন যশস্বী জয়সওয়াল। ৭১ ওভারে বল করতে এসেছিলেন প্যাট কামিন্স। শর্ট ডেলিভারি ছিল। সেটা হুক করতে গিয়েছিলেন যশস্বী। বলটা তাঁর ব্যাট এবং গ্লাভসের একেবারে কান ঘেঁষে বেরিয়ে যায়। এরপর আউটের আবেদন করে অস্ট্রেলিয়া। অন-ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন সঙ্গে সঙ্গে সেই আবেদন নাকচ করে দেন।
এরপর কামিন্স DRS গ্রহণের সিদ্ধান্ত নেন। তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টা পাঠানো হয়। এই ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা। গোটা বিষয়ের কোনও ইমপ্যাক্ট স্নিকোমিটারে দেখতে পাওয়া যায়নি। কিন্তু, শুধুমাত্র নিজের চোখকে বিশ্বাস করে শরফুদ্দৌলা নিজের সিদ্ধান্ত জানান এবং অন-ফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্ত পরিবর্তন করার নির্দেশ দেন।
এই ঘটনায় যশস্বী নিজেও অবাক হয়ে যান। তিনি আম্পায়ারের সঙ্গে কথা বলতে আসেন। কিন্তু ক্রিকেটের নিয়ম অনুসারে, একবার কোনও সিদ্ধান্ত অনফিল্ড আম্পায়ারের কাছে পাঠিয়ে দিলে, সেই সিদ্ধান্ত আর বদল করতে পারেন না। শেষপর্যন্ত হতাশ হয়েই ফিরে যান যশস্বী। ২০৮ বলে ৮৪ রান করে আউট হয়েছিলেন জয়সওয়াল।