ফাইল চিত্র
শেষ আপডেট: 26th February 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: সমর্থকদের বাছাই করা সেরা একাদশ (Best XI) সোশ্যাল মিডিয়ার চালু ট্রেন্ড। ক্রিকেট হোক বা ফুটবল। বিভিন্ন জমানার খেলোয়াড়দের মধ্যে ঝাড়াইবাছাই করে শ্রেষ্ঠ একাদশ নির্বাচন করে থাকেন সমর্থকেরা।
এবার তেমনই একটি ‘বেস্ট ইলেভেন’ বেছে শানিয়েরা আক্রমের (Shaniera Akram) রোষের মুখে পড়ল একটি সোশ্যাল মিডিয়া ফ্যান পেজ। শানিয়েরা প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক ওয়াসিম আক্রমের (Wasim Akram) স্ত্রী। ‘আউট অফ কনটেক্সট ক্রিকেট’ (Out Of Context Cricket) নামে একটি পেজ সম্প্রতি সেরা একাদশ পোস্ট করে যেখানে জায়গা পেয়েছেন বিভিন্ন দেশের বিবাহবিচ্ছিন্ন খেলোয়াড়েরা। সেই তালিকার একটি নাম ওয়াসিম আক্রম। যদিও পাকিস্তানের প্রাক্তন পেসার ডিভোর্সি নন। প্রথম স্ত্রীর বিয়োগের পর তিনি শানিয়েরাকে বিয়ে করেন।
এরই প্রতিবাদ হিসেবে নিজের এক্স-হ্যান্ডেলে ওই পোস্টকে রি-শেয়ার করে আক্রমের স্ত্রী লেখেন, ‘তোমরা সত্যি আউট অফ কনটেক্সট চলে গেছ এবং যা বুঝেছি সত্য ও বিশ্বাসযোগ্য তথ্য লিখতেও তোমরা ভুলে গেছ।‘
Hey @GemsOfCricket You guys are definitely "out of context" and from what I can see you're also out of correct and reliable information! ???????? https://t.co/kn68XKh6xv
— Shaniera Akram (@iamShaniera) February 25, 2025
উল্লেখ্য, ওই লিস্টে ভারতের শিখর ধাওয়ান, মহম্মদ আজহারউদ্দিন, বিনোদ কাম্বলি, মহম্মদ সামি থেকে শুরু করে শেন ওয়ার্ন সমেত অনেক নামজাদা তারকা ক্রিকেটাররা রয়েছেন। যার অন্যতম মুখ ওয়াসিম আক্রমও বটে!
তথ্যগতভাবে আক্রমের যদিও বিবাহবিচ্ছেদ হয়নি। ১৯৯৫ সালে তিনি পাকিস্তানের হুমা মুফতিকে বিবাহ করেন। ২০০৯ সালে দীর্ঘ রোগভোগের পর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে হুমার মৃত্যু হয়। চার বছর বাদে, ২০১৩ সালে, আক্রমের দ্বিতীয় বিয়ে। এবার পাত্রী অস্ট্রেলীয় শানিয়েরা থম্পসন। ২০১৪-তে আক্রম দম্পতির এক কন্যাসন্তান জন্ম নেয়।