
বাংলাদেশ ক্রিকেট মহলে শাকিবকে মনে করা হয় ভারতের বিরাট কোহলি। শাকিবও প্রতিভাবান, তিনি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, কিন্তু তিনি সবসময় চান বাড়তি সুবিধে আদায় করতে। সেই কারণে সতীর্থদের সঙ্গে তাঁর দুরত্ব বেড়েছেই। তিনি দলের কোনওদিনই ‘ক্যাপ্টেন’ হতে পারেননি।
এবারও নিউজিল্যান্ড সফর থেকে নাম সরিয়ে নিলেন শাকিব। কারণ দেখিয়েছেন ব্যক্তিগত, তারপরেই হয়তো দেখা যাবে সপরিবারে তিনি আমেরিকায় ছুটি কাটাতে চলে গিয়েছেন। ফ্লোরিডায় তাঁর একটি নিজের বাড়ি রয়েছে।
বাংলাদেশের ক্রিকেট প্রেসিডেন্ট নাজমুল পাপন সোমবার ঢাকায় জানিয়েছেন, শাকিবের ছুটি মঞ্জুর করা হয়েছে। কিন্তু বাকিদের ক্ষেত্রে যখন এত কড়া নিয়ম, সেইসময় শাকিব কেন বারবার ছাড় পাবেন, এই প্রশ্ন বাংলাদেশ ক্রিকেটমহলে উঠেছে, উঠছেও।
নিউজিল্যান্ড সফরের জন্য আগে থেকেই মৌখিকভাবে ছুটি চেয়েছিলেন শাকিব। কিন্তু লিখিতভাবে ছুটি চাননি বলে সাকিবকে রেখেই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল ঘোষণার পর অবশ্য লিখিতভাবে ছুটির আবেদন করেন তিনি।
গত চার বছরের পরিসংখ্যান বলছে, টেস্টের সাদা জার্সিতে শাকিবকে দেখা গিয়েছে কালেভদ্রে। ২০১৭ সালে অস্ট্রেলিয়া সিরিজের পর টেস্ট খেলেছেন মাত্র ৮টি। এ সময়ে বাংলাদেশ দল টেস্ট খেলেছে ২৬টি।
টেস্ট ক্রিকেট থেকে শাকিব ছুটি নেওয়া শুরু করেন ২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সফর থেকে। সেবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস ছুটি নিয়েছেন মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা হয়ে ক্রিকেটে ফেরার জন্য। চোট, আইসিসির নিষেধাজ্ঞায় এরপর বেশ কিছু টেস্ট ম্যাচ খেলা হয়নি তাঁর।
গত বছরের মার্চে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে যাননি নামী তারকা। মার্চের সফরে অবশ্য টেস্ট ম্যাচ ছিল না। বাংলাদেশ গত মার্চে নিউজিল্যান্ডের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছে। এরপর মে মাসে শ্রীলঙ্কা সফরেও যাননি তিনি। সেইসময় টেস্ট না খেলে আইপিএল খেলেছেন, কারণ সেখানে পারিশ্রমিক অনেক বেশি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ছিটকে পড়েন শাকিব। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি ২০ সিরিজ খেলতে পারেননি এই বাঁহাতি অলরাউন্ডার। পাক দলের বিপক্ষে টেস্ট সিরিজেও তাঁকে পায়নি জাতীয় দল।
প্রশ্ন উঠছে সেই কারণেই, কেন তিনি টেস্ট ক্রিকেট খেলতে চান না। কেন বারবার সরিয়ে নেন নিজেকে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাঁর প্রতি বরাবরই স্নেহশীল, তাই দলের অন্দরে নানা বিতর্কও বাসা বাঁধে।