দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ফাইনালে (IPL Final) যাওয়ার পথে আত্মবিশ্বাসী কেকেআর (KKR)। তারা গত ম্যাচ জিতে রীতিমতো ফুটছে। বুধবার দিল্লির ক্যাপিটালসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে ফিল্ডিং নিয়েছে। এই ঘটনায় প্রমাণ হয়ে যায়, সাতবছর পরে ফাইনালে উঠতে কতটা মরিয়া শাহরুখ খানের দল। তারা শেষ ২০১৪ সালে আইপিএল খেতাব পেয়েছিল।
দলের নেতা ইয়ন মরগ্যান গত ম্যাচের দলই রেখেছেন। শাকিব আল হাসানকে রেখে দলের বাইরে রেখেছেন নামী তারকা আন্দ্রে রাসেলকে। শাকিব যেভাবে গত ম্যাচে জয়ের বৈতরণী পার করেছেন, তাঁকে ফের পুরস্কার দিল দল।
প্রথম পর্বে ভালো খেলতে না পারলেও দ্বিতীয় পর্বে নিজেদের ৭টি ম্যাচের ৫টিতে জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গিয়েছে।
অন্যদিকে এ বারের আইপিএলের শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছে ঋষভ পন্থের দিল্লি। দুই দলই ফাইনালে পৌঁছনোর অন্যতম দাবিদার। গতবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল শ্রেয়স আইয়ারের দিল্লিকে। অন্যদিকে কেকেআর এর আগে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে।
এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৭ বার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে কেকেআর জিতেছে ১৫ বার। দিল্লি জিতেছে ১২ বার।
রেকর্ড যাই বলুক না কেন, এম এস ধোনিদের বিপক্ষে ফাইনালে খেলতে যে কেকেআর মরিয়া, সেটি ভালই বোঝা যাচ্ছে।
টসে হেরে আগে ব্যাটিং নিয়ে দিল্লি সবে ইনিংস শুরু করেছে। তারা ৮ ওভারে ৫২ রান করে একটি উইকেট হারিয়েছে। পৃথ্বী শ-কে আউট করেছেন বরুণ চক্রবর্তী। বলা যায়, ম্যাচে এদিন শুরু থেকেই বিপক্ষ দল দিল্লির ওপর চাপ রেখেছে কেকেআর।