
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) নামী তারকা শাকিব আল হাসানের (Shakib Al hasan) সমস্যার শেষ নেই। এমনিতে তিনি ঠিক করেছিলেন, দক্ষিণ আফ্রিকায় (South Africa) খেলতে যাবেন না, অনেকটা বুঝিয়ে তাঁকে পাঠানো হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভাল খেলেছিলেন শাকিব। কিন্তু আচমকা খবর হয়েছে, ঢাকায় (Dhaka) শাকিবের পরিবারের সবাই প্রায় অসুস্থ। একমাত্র সুস্থ রয়েছেন স্ত্রী শিশির।
বাংলাদেশের নামী তারকার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির ছাড়া মা, তিন সন্তান, শাশুড়ি সবাই অসুস্থ হয়ে হাসপাতালে। শাকিবের মা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: জাভির জাদুকাঠিতে অন্য বার্সা! চার গোলে ছারখার মাদ্রিদ
গত দু’দিন ধরে শাকিবের মা একেবারে অচৈতন্য ছিলেন। এদিন সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নামী তারকার একমাত্র ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইররামেরও শরীরও ভাল নয়। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, তাদের নিউমোনিয়া হয়েছে। তারাও দুজন এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছে। শাকিবের বড় মেয়ে আলাইনাও ঠান্ডা জ্বরে আক্রান্ত। তাকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া শাকিবের শাশুড়ি ক্যান্সারের রোগী। তাঁর চিকিৎসা চলছে সামরিক হাসপাতালে। স্ত্রী শিশির সুস্থ থাকায় পরিবারের বাকিদের দেখভাল করছেন। তিনি বলেছিলেন শাকিবকে, দেশে ফেরার দরকার নেই। কিন্তু শাকিবের মন চঞ্চল হয়ে উঠেছে, তিনি দেশে ফিরে আসছেন।
বাংলাদেশ দল মারফৎ অবশ্য এখনও কিছু বলা হয়নি। শাকিবের রেকর্ড এমনিতেই ভাল নয়। বারবার দেখা যায়, দেশের হয়ে খেলার সময় তাঁর নানা সমস্যা হয়ে থাকে। এবার যদিও পারিবারিক সঙ্কট এতটাই তীব্র যে দেশে ফেরা ছাড়া গতি নেই।