শেষ আপডেট: 17th October 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২১ অক্টোবর ঢাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দেশের হয়ে শেষ টেস্ট খেলবেন সাকিব আল হাসান? নাকি গত মাসে কানপুরে ভারতের বিরুদ্ধেই শেষ টেস্ট খেলা হয়ে গিয়েছে?
সংশয় দেখা দিয়েছে বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে অনিশ্চিয়তার কারণে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বুধবার রাতে দেশে ফেরার উদ্দেশে বৃহস্পতিবার সকালে তিনি দুবাই পৌঁছেছেন। জানা গিয়েছে তারপরই ঢাকা থেকে তাঁকে ঘনিষ্ঠরা পরামর্শ দেন আপাতত দেশে না ফিরতে। এই পরিস্থিতিতে সাকিব ফের আমেরিকা চলে যেতে পারেন।
শাকিবের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হওয়ায় দেশে ফেরা নিয়ে সংশয়ে ছিলেন। ঢাকায় নামার পর তাঁকে গ্রেফতার করা হতে পারে। ফলে জেলে চলে গেলে বিভিন্ন দেশে খেলার চুক্তি বাতিল করতে হবে। তাছাড়া জেলে গেলে শরীর স্বাস্থ্য রক্ষা করাও কঠিন হয়ে পড়বে।
এমন আশঙ্কার মুখে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল নির্ভয়ে দেশে ফিরতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিমেও রাখা হয়। কিন্তু ঘনিষ্ঠরা বলছেন, ২১-এর ম্যাচ খেলার পর তাঁকে গ্রেফতার করতে পারে পুলিশ। তাছাড়া তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ঢাকার নানা জায়গায় এবং মীরপুর স্টেডিয়ামে পোস্টার পড়েছে।
ফলে সাকিব শেষ পর্যন্ত এখন দেশে নাও ফিরতে পারেন। দুবাই থেকে তাঁর দেশে ফেরার বিমান বিকালে। তিনি ঢাকার বিমানে ওঠেন কিনা সেটাই এখন দেখার।