Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’
Shahid Afridi on Pahalgam Incident

Pahalgam: ভারতীয় সেনা ‘অকর্মণ্য’ ও ‘অপদার্থ’, পহেলগাম নাশকতা নিয়ে পাল্টা আক্রমণে আফ্রিদি

ভারতের সেনা জওয়ানেরা স্বীকার করে নিন তাঁরা ‘অপদার্থ’ এবং ‘অকর্মণ্য’। এমনই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার-অলরাউন্ডার শহিদ আফ্রিদি (Shahid Afridi)।

Pahalgam: ভারতীয় সেনা ‘অকর্মণ্য’ ও ‘অপদার্থ’, পহেলগাম নাশকতা নিয়ে পাল্টা আক্রমণে আফ্রিদি

শহিদ আফ্রিদি

শেষ আপডেট: 27 April 2025 09:23

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) ঘাড়ে দোষ ঠেলে লাভ নেই। পহেলগাম হানার (Pahalgam Terrorist Attack) আসল দায় নিতে হবে ভারতকে (India)। বিশেষ করে কাশ্মীর সীমান্তে মোতায়েন ভারতীয় সেনাকে (Indian Army)। দেশের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছেন। অতএব ভারতের সেনা জওয়ানেরা স্বীকার করে নিন তাঁরা ‘অপদার্থ’ এবং ‘অকর্মণ্য’। এমনই চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার-অলরাউন্ডার শহিদ আফ্রিদি (Shahid Afridi)।

সম্প্রতি একটি খবরের চ্যানেলে অতিথির আসনে উপস্থিত হন আফ্রিদি। সেখানে তাঁকে পহেলগাম নাশকতা নিয়ে প্রশ্ন করা হয়। যেহেতু হামলার ষড়যন্ত্রী জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দীর্ঘদিন ধরে মদত জুগিয়ে এসেছে পাকিস্তান, তাই বর্বরোচিত হত্যালীলার দায়ভার পড়শি মুলুকের ঘাড়েই ঠেলে দিয়েছে কেন্দ্র। ধুয়ো তুলেছে সংবাদমাধ্যমের একটা বড় অংশ এবং সেই সূত্রে ক্রিকেটাররাও।

সকলকে একযোগে নিশানা করে আফ্রিদির দাবি, এই হামলার নেপথ্যে আসল কারণ যদি কিছু থেকে থাকে, সেটা ভারতীয় সেনার সমূহ ব্যর্থতা। তিনি বলেন, ‘কাশ্মীর সীমান্তে যদি পটকাও ফাটে, তাহলেও দায় এসে পড়ে পাকিস্তানের উপর। তোমাদের নাকি ৮ লাখের ফৌজ মোতায়েত রয়েছে। তারপরেও এমন ঘটনা। দেশের নাগরিকদের যদি নিরাপত্তাই না দিলে, তার অর্থ তোমরা অপদার্থ এবং অকর্মণ্য।‘

View this post on Instagram

A post shared by SAMAA TV (@samaatv)

সেনা ও সরকারকে তুলোধনা করার পাশাপাশি ভারতের সংবাদমাধ্যমকেও বিঁধেছেন শহিদ আফ্রিদি। ব্যঙ্গের সুরে বলেছেন, ‘এটা বেশ অবাক করা বিষয়, যে হামলার একঘণ্টা বাদেই মিডিয়া বলিউডে রূপান্তরিত হয়। ঈশ্বরের দোহাই, সবকিছুকে বলিউড বানিয়ে দিও না। আমি বিস্মিত। যদিও সত্যি বলতে, যেভাবে ওরা কথা বলছিল তাতে মজাও পেয়েছি। বলছিলাম, দ্যাখো, কীভাবে চিন্তা করছে। এরপরেও এরা নিজেদের শিক্ষিত নাগরিক বলে!’

সেনা ও মিডিয়ার পর ভারতের প্রাক্তন ক্রিকেটারদের নিশানা করেছেন আফ্রিদি। কারও নাম না করে তিনি বলেন, ‘এমন দুজন খেলোয়াড় ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন, ভাল ক্রিকেটার তাঁরা, ক্রিকেটের বার্তাবাহকও বটে, তা সত্ত্বেও পাকিস্তানকে সবকিছুর জন্য দায়ী করেছেন।‘


ভিডিও স্টোরি