শেষ আপডেট: 29 May 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ খানেকও হয়নি, তারমধ্যে কিছুদিন সময় নিয়ে ক্রিকেটার ও সমর্থকদের উদ্দেশে বার্তা লিখলেন শাহরুখ খান।
তিনি নিজেই সমর্থকদের জন্য বার্তা লিখেছেন। তাতে কিং খান আবেগ উজাড় করে লিখেছেন, একা জেতা যায় না, আমিও পারিনি, তোমরাও পারবে না। জিততে গেলে সকলের সহায়তা দরকার। লক্ষ্য এক না হলে দলগত সাফল্য আসে না। আমরা সবাই একজোট হয়েছিলাম বলেই চ্যাম্পিয়ন হতে পেরেছি।
শাহরুখ আরও লিখেছেন নিজের সোশ্যাল পোস্টে। বাদশার বক্তব্য, ‘‘আমাদের সবাই সেরা তারকা, এরজন্য কিন্তু চ্যাম্পিয়ন হইনি। বরং বলব, সকলের লক্ষ্য ও হৃদয় এক ছিল, আমাদের ছন্দ বজায় ছিল বলেই আমরা জিতেছি। নাচ আমরা প্রথম থেকেই চালিয়ে গিয়েছিলাম, নাচ থামিও না বন্ধুরা, ওটাই প্রাণশক্তি আমাদের।’’
নাইট রাইডার্স দলে এবার উত্থান-পতন এসেছে। জেতা ম্যাচ হেরেছে দল। আবার কিছু ম্যাচ দুরন্তভাবে জিতেছিও, তাই হার-জয় বড় কথা নয়, মনের জোরটাই আসল। সামনের বারও করব, লড়ব, জিতব। আবার দেখা হবে।
তরুণ প্রজন্মের উদ্দেশে কিং খানের আরও বক্তব্য, তোমাদের শেখা উচিত কোনও মানুষের দীর্ঘদিন খারাপ সময় থাকে না। ভাল সময় আসবেই, তার জন্য অপেক্ষা করতে হয়। আমি দলের সকল সদস্যের কাছে কৃতজ্ঞ ভাল একটা উপহার দেওয়ার জন্য।