Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মতি নন্দীর ছোটগল্প আসলে মধ্যবিত্ত কেরানি চরিত্র ও তাদের বিবর্ণ জীবনের স্ফটিকস্বচ্ছ আয়নাসরকারি চাকরির নিয়োগে বড্ড দেরি, ৩০ দিনের মধ্যে পুলিশি যাচাই-সহ বাকি পরীক্ষার নির্দেশ নবান্নরবিজেপি নেত্রীর সঙ্গে রাতে গজলডোবায় হাওয়া খেতে গিয়েছিলেন তৃণমূল নেতা, ভাইরাল ভিডিওদিনের পর দিন ব্রেকফাস্টে ফাঁকি! এই ৫ অভ্যাস সময়ের আগেই ব্রেনের বয়স বাড়িয়ে দিচ্ছে, জানেন কি?'চিরসখা'য় একই বাড়িতে দুই সতীনের বাস, রান্না জমাতে প্রিয় ফোড়ন দিলেন লীনারুমকি-ঝুমকির জুটির আর নেই! প্রয়াত ঝুমকি রায়, শোকস্তব্ধ দেবশ্রীমেয়ের ইনসুলিনের টাকা ছিল না, ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের মাথায় গুলি চালালেন হতভাগ্য বাবাসকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'
Shah Rukh Khan Writes Gratitude Note

করব, লড়ব, জিতব.. সবসময়, আগামীবারও! নাইটদের বার্তা কিং খানের

সপ্তাহ খানেকও হয়নি, তারমধ্যে কিছুদিন সময় নিয়ে ক্রিকেটার ও সমর্থকদের উদ্দেশে বার্তা লিখলেন শাহরুখ খান।

করব, লড়ব, জিতব.. সবসময়, আগামীবারও! নাইটদের বার্তা কিং খানের

শেষ আপডেট: 29 May 2024 15:37

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ খানেকও হয়নি, তারমধ্যে কিছুদিন সময় নিয়ে ক্রিকেটার ও সমর্থকদের উদ্দেশে বার্তা লিখলেন শাহরুখ খান।

তিনি নিজেই সমর্থকদের জন্য বার্তা লিখেছেন। তাতে কিং খান আবেগ উজাড় করে লিখেছেন, একা জেতা যায় না, আমিও পারিনি, তোমরাও পারবে না। জিততে গেলে সকলের সহায়তা দরকার। লক্ষ্য এক না হলে দলগত সাফল্য আসে না। আমরা সবাই একজোট হয়েছিলাম বলেই চ্যাম্পিয়ন হতে পেরেছি।

শাহরুখ আরও লিখেছেন নিজের সোশ্যাল পোস্টে। বাদশার বক্তব্য, ‘‘আমাদের সবাই সেরা তারকা, এরজন্য কিন্তু চ্যাম্পিয়ন হইনি। বরং বলব, সকলের লক্ষ্য ও হৃদয় এক ছিল, আমাদের ছন্দ বজায় ছিল বলেই আমরা জিতেছি। নাচ আমরা প্রথম থেকেই চালিয়ে গিয়েছিলাম, নাচ থামিও না বন্ধুরা, ওটাই প্রাণশক্তি আমাদের।’’

নাইট রাইডার্স দলে এবার উত্থান-পতন এসেছে। জেতা ম্যাচ হেরেছে দল। আবার কিছু ম্যাচ দুরন্তভাবে জিতেছিও, তাই হার-জয় বড় কথা নয়, মনের জোরটাই আসল। সামনের বারও করব, লড়ব, জিতব। আবার দেখা হবে।

তরুণ প্রজন্মের উদ্দেশে কিং খানের আরও বক্তব্য, তোমাদের শেখা উচিত কোনও মানুষের দীর্ঘদিন খারাপ সময় থাকে না। ভাল সময় আসবেই, তার জন্য অপেক্ষা করতে হয়। আমি দলের সকল সদস্যের কাছে কৃতজ্ঞ ভাল একটা উপহার দেওয়ার জন্য।  


ভিডিও স্টোরি