Latest News

আজ মুম্বইতে এফএসডিএল-র বৈঠক, সভায় থাকছে না এসসি ইস্টবেঙ্গল, জট অব্যাহত

দ্য ওয়াল ব্যুরো: এফএসডিএল আগে জানিয়েছিল, ১৪ জুনই নতুনভাবে আইএসএলের দরপত্র কেনার শেষদিন। সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে। সব দলই নতুন করে অর্থ দিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ব্যতিক্রম একমাত্র ইস্টবেঙ্গল। তাদের হয়ে অর্থ দেওয়ার কথা ইনভেস্টর শ্রী সিমেন্ট কর্তাদের। কিন্তু তাঁরা জানিয়ে দিয়েছেন, যতদিন না সই হবে চুক্তিপত্রে, তারা অর্থ দেবে না। আগামী মরসুমের জন্য দলগঠনও শুরু করবে না।

এদিকে কর্তারাও নাছোড়। তাঁরা জানিয়ে দিয়েছেন, টার্মশিটে বিতর্কিত অংশ বাদ না দিলে তারা সই করতে রাজি নন। কিন্তু যেহেতু শ্রী সিমেন্টের কাছে স্পোর্টিং রাইটস রয়েছে। সেই হিসেবে ক্লাব প্রশাসন দরবার করতে পারবে না আইএসএলে ফের অন্তর্ভূক্তির বিষয়ে। তখনই শ্রী সিমেন্টস স্পোর্টিং রাইটস ছাড়বে যদি গতবারের খরচ হওয়া মোট ৫২ কোটি টাকা ইস্টবেঙ্গল দিয়ে দেয়।

এই জটিলতার মধ্যেই বুধবার এফএসডিএল-র বৈঠকে ইস্টবেঙ্গলের এই বিষয়টি উঠবে। অন্য ক্লাব কর্তারা কী মত দেন, তারওপরও অনেক কিছু নির্ভর করছে। এই সভায় ক্লাব লাইসেন্সিং, ব্যাঙ্ক আমানতের বিষয় আলোচনা হওয়ার কথা।

সব থেকে প্রাসঙ্গিক বিষয়, এই গুরুত্বপূর্ণ বৈঠকে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কেউ যাবে না, সেটি ইনভেস্টর আধিকারিকরা ক্লাব প্রশাসনকে জানাননি। এই নিয়েই বিতর্ক হয়েছে। ক্লাবের এক শ্রেণীর কর্তাদের বক্তব্য, এইভাবে অন্ধকারে রেখে লাভ কী হচ্ছে, আমাদের জানা নেই। এতে করে তারাই ক্লাবের গরিমা নষ্ট করছেন।

You might also like