Latest News

৩৩ সদস্যের দল ঘোষণা ইস্টবেঙ্গলের, তেকাঠির নীচে তিনজনই বঙ্গসন্তান

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল (ISL) শুরু হওয়ার দিন দশেক আগে ইস্টবেঙ্গলের (East Bengal) দল ঘোষণা হয়েছে। মোট ৩৩জন সদস্যের নাম জানানো হয়েছে ক্লাবের তরফে। গতবার লাল হলুদ দল ১১টি দলের মধ্যে নয় নম্বরে শেষ করেছিল।

এবারের দলটি গড়া হয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে। এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ হোসে ম্যানুয়েল দিয়াজ (Manalo Diaz) বলেন, দলে এমন ভারতীয় ফুটবলার রয়েছেন যাঁদের প্রথম থেকে আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। বিদেশিরাও সেরা পর্যায়ে খেলেছেন।

এটিকে মোহনবাগান ছেড়ে এবার লাল হলুদে এসেছেন সোনার গ্লাভস জয়ী গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। লাল হলুদের দলগঠনে তাৎপর্য্যের বিষয়, তিনজনই বঙ্গসন্তান, অরিন্দম ছাড়াও তেকাঠির নিচে থাকবেন শঙ্কর রায় ও শুভম সেন।

আরও পড়ুন: শাস্ত্রীর কোচিংয়ে ভারতের আইসিসি ট্রফি নেই, সব মিলিয়ে ব্যর্থও বলা যাবে না

ভারতীয় দলে খেলা রাজু গায়কোয়াড়, আদিল খান রয়েছেন। পারথ গ্লোরির প্রাক্তন ডিফেন্ডার অস্ট্রেলিয়ান সেন্টার-ব্যাক টমিস্লাভ মার্সেলা যেমন রয়েছেন, তেমনই ক্রোয়েশিয়ার অনূর্ধ্ব ২১ দলের স্টপার ফ্রাঞ্জো প্রেসকে দলে রাখা হয়েছে।  তিনি ইতালিয়ান সিরি আ-তে লাজিওর হয়ে খেলেছেন।

মিডফিল্ডে ভরসা ভারতের অনুর্ধ্ব ২৩ দলের ফুটবলার অমরজিৎ সিং কিয়াম, অভিজ্ঞ মহম্মদ রফিক, জ্যাকিচাঁদ সিং ও বিকাশ জাইরু। ভারতীয় ফুটবলারদের সঙ্গে মাঝমাঠ সামলানোর দায়িত্ব বর্তাবে আয়াক্স ইউথ আকাদেমির ড্যারেন সিডোয়েল, স্লোভেনিয়ান মিডফিল্ডার আমির দারভিসেভিচের উপর।

আক্রমণভাগে থাকছেন নাইজেরিয়ান চিমা, যাঁর পুরো নাম ড্যানিয়েল চিমা। তিনি নরওয়ের প্রথম ডিভিশন লিগে তিনবারের চ্যাম্পিয়ন মল্ডে এফকে-র হয়ে খেলেছেন। ক্রোয়েশিয়ার আন্তোনিও পেরোসেভিচ যেমন রয়েছেন, তেমনি বলবন্ত সিং, শুভ ঘোষরাও রয়েছেন।

এসসি ইস্টবেঙ্গলের হোম ম্যাচগুলি হবে তিলক ময়দানে। ২১ নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের। এরপর ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচ রয়েছে।

একনজরে এস সি ইস্টবেঙ্গল

গোলরক্ষক: অরিন্দম ভট্টাচার্য, শঙ্কর রায়, শুভম সেন।

রক্ষণভাগ: ড্যানিয়েল গোমস, জয়নার লরেন্সো, রাজু গায়কোয়াড়, আদিল খান, হীরা মণ্ডল, অঙ্কিত মুখোপাধ্যায়, গৌতম সিং, টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো প্রেস, সারিনিও ফার্নান্ডেজ, আকাশদীপ সিং।

মাঝমাঠ : জ্যাকিচাঁদ সিং, সৌরভ দাস, আঙ্গুসানা ওয়াহেংবাম, অমরজিৎ সিং কিয়াম, মহম্মদ রফিক, লালরিনলিয়ানা, বিকাশ জাইরু, আমির দারভিসেভিচ, ড্যারেন সিডোয়েল, রোমিও ফার্নান্ডেজ, সংপু সিংসিট, লোকেন মিতেই।

আক্রমণভাগ: বলবন্ত সিং, থংখোসিয়েম হাওকিপ, নাওরেম মহেশ, সিদ্ধান্ত শিরোদকর, ড্যানিয়েল চিমা, আন্তোনিও পেরোসেভিচ, শুভ ঘোষ।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

 

 

You might also like