
ইডেনে পতাকা উত্তোলন করলেন সৌরভ, স্বাধীনতার সকালে আবেগে ভাসল ক্রিকেটের নন্দনকানন
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি (Independence Day) উপলক্ষে দেশজুড়ে উৎসবের আমেজ। বিশেষ এই দিনটি নিজের মতো করে পালন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Saurav Ganguly)। ইডেনে ১৫ অগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন করলেন ‘দাদা’।
অনেকদিন পর সিএবি-র কোনও অনুষ্ঠানে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এদিন পতাকা উত্তোলনের সময় তাঁর সঙ্গে ছিলেন সিএবি-র সভাপতি অভিষেক ডালমিয়া এবং যুগ্ম সচিব দেবব্রত দাস। এছাড়া সিএবি-র অন্যান্য কর্তাদেরও এদিন দেখা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সঙ্গে।
সৌরভ গঙ্গোপাধ্যায় গত বেশ কিছুদিন ইংল্যান্ডে ছিলেন। সেখানে লম্বা ছুটি কাটিয়েছেন তিনি। তারপর সম্প্রতি ফিরেছেন কলকাতায়। কিছুদিন পর এশিয়া কাপের উদ্বোধনের জন্য ফের তাঁর সংযুক্ত আরব আমিরশাহি যাওয়ার কথা রয়েছে। তার মাঝেই স্বাধীনতা দিবসে ইডেন গার্ডেন্সে তেরঙা উত্তোলন করলেন সৌরভ।
আরও পড়ুন: উঁচু ড্রামে উঠে পতাকা তুলছেন মহিলা! তাঁকে শক্ত করে ধরে বৃদ্ধ, স্বাধীনতা দিবসের মনকাড়া ছবি