
এদিন টোকিও অলিম্পিক্সে পুরুষদের বক্সিংয়ে ৯১ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে সতীশ কুমার জামাইকান প্রতিদ্বন্দ্বী রিকার্ডো ব্রাউনকে হারালেন ৪-১ ব্যবধানে। সেমিফাইনালে উঠলেই নিশ্চিত পদক। উত্তর প্রদেশের এই বক্সার প্রথম এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে ভারতের কেউই সুপার হেভিওয়েট বক্সিংয়ে এতদূর এগোয়নি।
সতীশের উত্থানও চমকপ্রদ, তিনি এবার অলিম্পিকে শেষ ষোলো থেকে নেমেছেন। সতীশ ১ আগস্ট নামবেন উজবেক বক্সার বাখোদির জালোলভের বিপক্ষে, ওই ম্যাচ জিতলেই তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে যাবে।
লাভলিনা ও পূজা রানির পর আরও এক বক্সার টোকিও অলিম্পিক্স থেকে পদক জয়ের স্বপ্ন দেখাচ্ছেন ভারতকে। ছেলেদের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠে মেডেল জয়ের সম্ভাবনা উজ্জ্বল করলেন ভারতের সতীশ কুমার।
রেড কর্ণারে থাকা সতীশ প্রথম রাউন্ডে পাঁচ বিচারককেই নিজের পারফর্ম্যান্স দিয়ে সন্তুষ্ট করেন (১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৯, ১০-৮)। দ্বিতীয় রাউন্ডে একজন বিচারক জামাইকান বক্সারকে এগিয়ে রাখেন। চারজন রায় দেন সতীশের পক্ষে (১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯, ১০-৯)।
তৃতীয় রাউন্ডেও চারজন বিচারকের সমর্থন পেয়ে গিয়েছেন ভারতীয় বক্সিং তারকা (১০-৯, ১০-৯, ৯-১০, ১০-৯, ১০-৯) এবং শেষ আটের টিকিট নিশ্চিত করেন তিনি।
Power 💪
Precision ⚡
Punches 🥊How Satish Kumar played and won his super heavyweight category #boxing match for #IND 🔥👇#Tokyo2020 | #StrongerTogether | #UnitedByEmotion | #BestOfTokyo pic.twitter.com/PmNzNoAoBS
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) July 29, 2021
জিতেছেন বাংলার তিরন্দাজ অতনু দাসও। কঠিন লড়াই জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে বাঙালি তিরন্দাজ। তিরন্দাজিতে প্রি-কোয়ার্টারে পৌঁছলেন অতনু। দক্ষিণ কেরিয়ার ২ বারের সোনাজয়ীকে হারালেন তিনি। এদিন স্বামীর পারফরম্যান্স দেখেন দীপিকাও।