শেষ আপডেট: 15th March 2024 20:07
দ্য ওয়াল ব্যুরো: রাতারাতি জীবনটা বদলে গিয়েছে। একটা সময় ভারতীয় দলে সুযোগ না পেয়ে নির্বাচকদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সেই সরফরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন। তিন ম্যাচে ২০০ রান করেছেন ভারতীয় দলের এই উদীয়মান তারকা।
সরফরাজের জীবন কতটা বদলেছে, সেই নিয়ে বলতে গিয়ে তিনি জানান, আগে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার্স ছিল ৬০০ ও ৭০০ জন। এখন সেটাই বেড়ে হয়েছে ১৫ লাখের মতো। আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম এই ঘটনায়।
সরফরাজের অভিষেক টেস্টকে স্মরণীয় করে রেখেছিলেন তাঁর বাবা নওশাদ খান। তিনি গ্যালারিতে থেকে পুত্রের প্রথম টেস্ট খেলার সাক্ষী থেকেছিলেন, সঙ্গে ছিলেন সরফরাজের স্ত্রী। সেদিনও নওশাদ বলেছিলেন, আমার ছেলে দেখিয়েছে টেস্টে সুযোগ পেলে কতটা ভাল করার ক্ষমতা রাখে।
সরফরাজ নিজেও আবেগমুখর ছিলেন। বাবার চোখের জল মুছিয়ে দিয়েছিলেন ছেলে। বলেছিলেন, ‘‘আমার জীবনে বাবার বড় অবদান রয়েছে। তিনি স্বপ্ন দেখতেন একদিন আমি দেশের হয়ে টেস্ট খেলব। সেই স্বপ্ন পূরণ হয়েছে।’’
টেস্ট অভিষেকের পরে উল্লসিত ছিলেন সরফরাজ। তিনি বলেছেন, ‘‘জাতীয় দলের সবাই আমাকে যেভাবে পাশে থেকে মনের সাহস বাড়িয়েছে, তাতে আমি উচ্ছ্বসিত বললেও কম বলা হয়। আমাকে নানাভাবে পরামর্শ দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত ভাইয়া।’’
সরফরাজ মানেই বিতর্কের একটা মুখ। তিনি এও বলেছিলেন, সব ক্রিকেটারের গুরুত্বপূর্ণ একটা পর্যায় থাকে, সেই সময়ে সুযোগ না পেলে তাঁর মধ্যে হতাশা আসতে বাধ্য।