শেষ আপডেট: 15th February 2024 19:16
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে নতুন উল্কার আবির্ভাব। সরফরাজ খান অভিষেক টেস্টেই বুঝিয়ে দিয়েছেন তিনি বড় মঞ্চের ঘোড়া। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট না হলে মুম্বইয়ের তরুণ ব্যাটারের সেঞ্চুরি বাধা ছিল।
জাদেজা ‘কল’ করে রান না নিতেই সরফরাজ নন স্ট্রাইকার এন্ডে বোকা বনে গিয়েছেন। সরফরাজ ফিরে যান ৬২ রানের মাথায়। যে মসৃণ গতিতে খেলছিলেন, তাতে সেঞ্চুরি আসতই, ধরে নিয়েছিলেন গ্যালারিতে থাকা বাবা নওশাদ খান ও স্ত্রী রোমানা জাহুর।
সরফরাজ এদিন রোহিত আউট হতেই ক্রিজে আসেন। প্রথম রান নিতেও করতালি দিয়ে ঘরের ছেলেকে অভিনন্দিত করেন বাবা ও স্ত্রী। ম্যাচের আগে অনিল কুম্বলের থেকে টেস্টের টুপি নিয়েছিলেন। অভিষেক মঞ্চকে রাঙিয়ে দিয়েছেন বাবা তথা কোচ নওশাদ খান। ছেলের অভিষেক স্বপ্ন সফল হয়েছে, এই আনন্দে কেঁদে ফেলেন বাবা, এমনকী স্ত্রীর চোখের জল মুছিয়ে দেন সরফরাজ। এই তরুণ ব্যাটারের কোচের পরনের জ্যাকেট নজর কেড়েছে। তাতে লেখা ছিল, ক্রিকেট শুধু ভদ্রলোকের খেলা নয়, ক্রিকেট সকলের খেলা!
এই সরফরাজ ভারতীয় ক্রিকেটে বিদ্রোহের মুখ। তিনি প্রথম নির্বাচকদের একহাত নিয়েছিলেন দলে সুযোগ পাননি বলে। ছেলের পাশে থেকে সমানে লড়াই চালিয়ে গিয়েছেন বাবা নওশাদ। তিনিও জানিয়েছিলেন, আমার ছেলে যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত করা হয়েছে। সেইসময় সরফরাজের পাশে দাঁড়ান দেশের নামী প্রাক্তনরাও।
জাদেজার সেঞ্চুরির আগেই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ডানহাতি ব্যাটার সরফরাজ। যিনি শুরু থেকেই ছিলেন সপ্রতিভ। স্বপ্নের অভিষেক হতে হতেও হল না। সরফরাজ রানআউট হতেই দলের অধিনায়ক রোহিত শর্মাও উত্তেজিত হয়ে টুপি ছোড়েন ড্রেসিংরুমে। বোঝাই গিয়েছে দলনেতাও আশায় ছিলেন সেঞ্চুরি করে সরফরাজের জবাবের। কিন্তু জাদেজার ভুল কল যে তরুণের স্বপ্ন শেষ করে দিল, তা রোহিতের বডি ল্যাঙ্গোয়েজেই পরিষ্কার হয়ে গিয়েছে।