শেষ আপডেট: 31st January 2025 19:36
দ্য ওয়াল ব্যুরো : কে বলবে এই ছেলেটা ভারতের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমেছে। প্রথম ওভারেই যে ধামাকা তিনি চালালেন, তাতে ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার কার্যত ছিন্নভিন্ন হয়ে গেল। একই ওভারে প্যাভিলিয়নে ফিরে গেলেন সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। দ্বিতীয় ওভার শেষে টিম ইন্ডিয়া মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছে।
ওভারের প্রথম বলেই তিনি সঞ্জু স্যামসনের (১) উইকেট তুলে নিলেন। আরও একবার পুল শট মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। এই ম্যাচে ব্রাইডেন কার্সের হাতে সহজ ক্যাচ তুলে দিলেন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিলক বর্মা। তিনি তো গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ডিপ থার্ডে দাঁড়িয়ে জোফ্রা আর্চার একটা ক্যাচ তালুবন্দি করলেন। শরীরটা সামনের দিকে ভাসিয়ে তিনি অসাধারণ একটি ডাইভ দেন।
এরপর নামতে হয় সূর্যকুমার যাদবকে। এতটাও তাড়াতাড়ি যে ব্যাট করতে নামতে হবে, সেটা কল্পনা করতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। যদিও উইকেটে তিনি খুব বেশিক্ষণ সময় কাটাতে পারলেন না। ওভারের শেষ বলে সেই ব্রাইডেন কার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল সূর্যকুমার যাদবকেও। একই ওভারে তিনটে উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া আপাতত খোলসের মধ্যে ঢুকে গিয়েছে। আপাতত অভিষেক শর্মার সঙ্গে ব্যাট করতে নেমেছেন রিঙ্কু সিং। তাঁরা দুজনে কেমন পারফরম্যান্স করেন, সেটাই দেখার।
ইতিপূর্বে ইংল্যান্ড ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। টসের পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, 'আমরা এখানে ভাল ক্রিকেট উপহার দেওয়ার চেষ্টা করব। উইকেট দেখে খানিকটা শুকনো বলেই মনে হচ্ছে। ভারতীয় ক্রিকেট দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। সামির জায়গায় এসেছে আর্শদীপ। ফিরে এসেছে রিঙ্কু। সেকারণে জুরেলকে বাইরে যেতে হয়েছে। আমরা আরও খানিকটা ব্যাটিং গভীরতা চাইছি। সেকারণে ওয়াশিংটনের জায়গায় শিবম দুবেকে দলে আনা হয়েছে।'