শেষ আপডেট: 4th February 2025 14:05
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই মারাত্মক চোট পেয়েছেন সঞ্জু স্যামসন। একটি সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে, এই চোটের কারণে প্রায় দেড়মাস সঞ্জুকে মাঠের বাইরে থাকতে হবে। সূত্রের খবর, ভারতের এই তারকা ক্রিকেটার তর্জনীতে চোট পেয়েছেন। সম্প্রতি স্যামসন ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নেমেছিলেন। এই সিরিজের অন্তিম ম্য়াচেই তিনি আঙুলে চোট পান। ২০২৫ আইপিএল টুর্নামেন্টের আগে এই চোট যে রাজস্থান রয়্যালসকে একটা বড় ধাক্কা দিতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এই টি-২০ সিরিজ শেষ হওয়ার পর কেরলের হয়ে রঞ্জি ট্রফি খেলার কথা ছিল সঞ্জুর। কিন্তু, আপাতত তিনি এই টুর্নামেন্ট খেলতে পারবেন না বলেই জানা গিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই স্যামসন তিরুবনন্তপুরমে ফিরে গিয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের পর তিনি ফের অনুশীলন শুরু করবেন। তবে NCA (জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি) যতদিন না পর্যন্ত সবুজ সংকেত দেবে, ততদিন সঞ্জু আর মাঠে নামতে পারবেন না।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে কেরল। এই ম্য়াচে সঞ্জু খেলতে পারবেন না বলেই আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, এখন কমপক্ষে ৫ থেকে ৬ সপ্তাহ সঞ্জুকে নেট অনুশীলনের বাইরে থাকতে হবে।
মুম্বইয়ে আয়োজিত ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে ব্রিটিশ পেসার জোফ্রা আর্চারের বলে চোট পেয়েছিলেন সঞ্জু। সেকারণে তিনি উইকেট কিপিংও করতে পারেননি। তাঁর জায়গায় কিপিং গ্লাভস হাতে মাঠে নেমেছিলেন ধ্রুব জুরেল।
যদিও চোট পাওয়ার পরও বেশ খানিকক্ষণ ব্যাট করেছিলেন স্যামসন। তাঁর ব্যাট থেকে চার-ছক্কার ফুলঝুরিও দেখতে পাওয়া যায়। যদিও তিনি নিজের ইনিংসটা বড় করতে পারেননি। মাত্র ১৬ রান করেই আউট হয়ে যান।
সিরিজে খারাপ পারফরম্যান্স
ইংল্য়ান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-২০ সিরিজে সঞ্জু ব্যাট হাতে বিশেষ নজর কাড়তে পারেননি। টিম ইন্ডিয়ার এই ডান হাতি ব্যাটার একটিও হাফসেঞ্চুরি হাঁকাতে পারেননি। শেষ পাঁচ ইনিংসে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ১৬, ১, ৩, ৫ এবং ২৬ রান বেরিয়ে এসেছে।