শেষ আপডেট: 14th March 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে আপাতত শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। প্রত্য়েকটা দলই এই টুর্নামেন্ট খেলতে নামার আগে নিজেদের কোমর শক্ত করে বেঁধে ফেলতে চায়। তবে এখনও যুদ্ধক্ষেত্রে পা ফেলেননি সঞ্জু স্যামসন। আপাতত জয়পুরে অনুশীলন করছে রাজস্থান রয়্যালস। ২০০৮ সালে প্রথমবার আইপিএল টুর্নামেন্টের খেতাব তারাই জয় করেছিল। কিন্তু, এই বছর এখনও পর্যন্ত তাদের অধিনায়কের দেখা নেই।
গত মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার সময় ডান হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন সঞ্জু স্য়ামসন। এরপর তাঁর আঙুলের অপারেশনও হয়। আপাতত রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন। মাইখেল-এর একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আগামী রবিবার (১৬ মার্চ) পর্যন্ত স্যামসন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকতে পারেন। পরের দিন অর্থাৎ ১৭ মার্চ রাজস্থান শিবিরে যোগ দেবেন তিনি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, 'কেরলের এই ক্রিকেটার আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন। আপাতত সম্পূর্ণ সুস্থতার অন্তিম পর্যায়ে রয়েছেন তিনি। আগামী রবিবার কিংবা সোমবার রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দেবেন। একটি ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে অনুশীলন করছেন। আইপিএল টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন।'
আগামী ২৩ মার্চ থেকে আইপিএল অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে। এই ম্যাচটি হায়দরাবাদেই আয়োজন করা হবে। অর্থাৎ, আইপিএল প্রস্তুতির জন্য স্যামসন এক সপ্তাহেরও কম সময় পাবে। এমনকী,আঙুলে চোট লাগার পর এখনও পর্যন্ত তিনি ঠিকঠাকভাবে নেট সেশন করতে পারেননি। যদিও যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ এবং রাহুল দ্রাবিড় (চোট নিয়েও) রাজস্থান শিবিরে যোগ দিয়েছেন। এখন সবাই স্যামসনের জন্য অপেক্ষা করছে।