শেষ আপডেট: 4th February 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার নেতৃত্বাধীন আরপিএসজি গ্রুপ এবার ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল ম্যানচেস্টার ওরিজিনালস অধিগ্রহণ করল।
ল্যাঙ্কাশায়ার ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, “আরপিএসজি গ্রুপ, যারা আইপিএলের লখনউ সুপার জায়ান্টসের মালিক, আজকের নিলামে ম্যানচেস্টার ওরিজিনালসের একটি অংশীদারিত্ব অধিগ্রহণ করেছে।”
ই-নিলামের মাধ্যমে সম্পন্ন হওয়া এই চুক্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল একাধিক প্রতিষ্ঠান। একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি ও এক প্রযুক্তি সংস্থা দলটির মালিকানা পাওয়ার দৌড়ে ছিল। যদিও চূড়ান্ত মূল্য প্রকাশ করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি প্রায় ১০৭ মিলিয়ন পাউন্ড বা প্রায় ১২০০ কোটি টাকা। এই চুক্তির মাধ্যমে সঞ্জীব গোয়েঙ্কার প্রতিষ্ঠান ম্যানচেস্টার ওরিজিনালসের ৪৯ শতাংশ মালিকানা অধিগ্রহণ করল।
সঞ্জীব গোয়েঙ্কা ইতিমধ্যেই আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ও দক্ষিণ আফ্রিকার এসএ-২০ লিগে ডারবান সুপার জায়ান্টস দলের মালিক। এছাড়া তিনি ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টস-এরও মালিক।
জানা গেছে, গোয়েঙ্কা লন্ডন স্পিরিট ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহী ছিলেন, তবে সেটি ১৯৫ মিলিয়ন পাউন্ডে এক মার্কিন প্রযুক্তি সংস্থার কনসোর্টিয়ামের হাতে চলে যায়।
এখন পর্যন্ত দ্য হান্ড্রেডের পাঁচটি দল—ওভাল ইনভিনসিবলস, ওয়েলশ ফায়ার, লন্ডন স্পিরিট, বার্মিংহাম ফিনিক্স ও ম্যানচেস্টার ওরিজিনালস—বিক্রি হয়ে গেছে, যার মধ্যে দুটি দলের মালিকানা গেছে আইপিএল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে। সম্প্রতি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওভাল ইনভিনসিবলসের মালিকানা কিনেছে।
এদিকে, এখনো তিনটি দল—ট্রেন্ট রকেটস, নর্দার্ন সুপারচার্জার্স ও সাউদার্ন ব্রেভ—বিক্রির অপেক্ষায় রয়েছে। শোনা যাচ্ছে, সানরাইজার্স হায়দরাবাদ তাদের মধ্যে একটি ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস হ্যাম্পশায়ার কাউন্টির অধিগ্রহণের পর সাউদার্ন ব্রেভ দলে বিনিয়োগ করতে পারে। বলা হচ্ছে, ২০২৬ সাল থেকে নতুন মালিকরা এই দলগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করবে।