শেষ আপডেট: 22nd March 2023 07:05
দ্য ওয়াল ব্যুরো: গত ফেব্রুয়ারি মাসে কেরিয়ারের শেষ ম্যাচ খেলেছিলেন টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। তারপর অবসর গ্রহণ করেন। অবসর সময় ভাল কাটাচ্ছেন সানিয়া। এবার ছেলে ও বাবা-মা-বোন ও অন্যান্য আত্মীয়স্বজন নিয়ে পৌঁছেছেন সৌদি আরবে। ইনস্টাগ্রামে সানিয়ার পোস্ট করা ছবি দেখেই বোঝা যাচ্ছে, অবসরের পর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সানিয়া। মদিনায় গিয়ে ছবি পোস্ট করেছেন সানিয়া। তাঁর মাথা থেকে পা অবধি ঢাকা বোরখায়। তবে, সেই ছবিতে সকলে থাকলেও সানিয়ার স্বামী শোয়েব মালিক নেই। সেকারণেই নেটিজেনরা জানতে চাইছেন, অবসর সময়ে পরিবারের সঙ্গে সময় কাটালেও শোয়েব মালিক নেই কেন! তবে কি ডিভোর্সের গুঞ্জন সত্যি!
সানিয়া তার ছেলে ইজহান মির্জা মালিক, বাব-মা, বোন, বোনের স্বামীর সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। একটা ছবিতে দেখা যাচ্ছে, সানিয়া ও তাঁর ছেলের খুনসুটি। আরও এক ছবিতে দেখা গেছে টেনিস তারকা তাঁর বাবা মায়ের সঙ্গে পোজ দিচ্ছেন। পাশাপাশি মদিনা (Medina) থেকে একটি সেলফিও পোস্ট করেছেন সানিয়া।
অবসর নিয়েই পরিবারের সঙ্গে আল্লাহ'র দরবারে গেছেন সানিয়া। ছবিগুলি শেয়ার করে, সানিয়া ক্যাপশনে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন'। পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে ইরফান পাঠান লিখেছেন, "আমিন।" হুমা কুরেশি হার্ট ইমোজি কমেন্ট করেছেন।
সানিয়ার এই পোস্টে ভালবাসা জানিয়েছেন অগুনতি মানুষ। অনেকে আবার সানিয়াকে তাঁর স্বামী, ক্রিকেটার শোয়েব মালিক সম্পর্কেও জিজ্ঞাসা করেছেন। একজন ইউজার লিখেছেন, ছবিতে শোয়েব মালিক (Shoaib Malik) কই! যদিও সানিয়া তার উত্তর দেননি।
গত বছর, সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে অনলাইনে গুজব রটেছিল। কারণ ছিল সমাজ মাধ্যমে করা সানিয়ার কিছু পোস্ট। বলা হচ্ছিল, শোয়েব এবং সানিয়া তাদের ১২ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন। কিন্তু এসব গুজবের মধ্যেই, সানিয়া ও শোয়েবকে একটি শো হোস্ট করতেও দেখা যায়। এবার দেখা গেল সানিয়ার অবসরযাপনে পাশে শোয়েব নেই।