শেষ আপডেট: 29th January 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো : ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা তাঁর জীবনের সবথেকে বড় পদক্ষেপ গ্রহণ করলেন। গত বছরই পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল। জীবনের এই কঠিন সময়ে ভারতীয় টেনিস সমর্থকরা তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। আজও সানিয়াকে এক ঝলক দেখার জন্য তাঁরা রীতিমতো মুখিয়ে থাকেন। সানিয়াও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন এবং হামেশাই ছবি শেয়ার করে ব্যক্তিগত জীবনের ব্যাপারে আপডেট দিয়ে থাকেন।
টেনিস থেকে অবসর গ্রহণ করার পর সানিয়া মির্জা আপাতত ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত থাকেন। আজও তিনি খেলাধুলোর সঙ্গে যুক্ত রয়েছেন। দুবাইয়ে একটি টেনিস অ্যাকাডেমি চালান তিনি। এর পাশাপাশি দুবাই স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবেও কাজ করছেন। সানিয়া আপাতত ছেলে ইজহানকে নিয়ে দুবাইয়ে পাকাপাকিভাবে থাকেন।
এই ডিভোর্সের পর শোয়েব মালিক আরও একবার বিয়ে করলেও, সানিয়া কিন্তু আর বিয়ের দিকে পা বাড়াননি। সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও তিনি কাজ করেছেন। সানিয়ার ব্যক্তিগত জীবনে তাঁর ফ্যানেরা হামেশাই উঁকি দিতে ভালবাসেন। দুবাইয়ে ছেলেকে নিয়ে সানিয়া তাঁর নিজের বাড়িতে থাকেন। ডিভোর্সের পর তিনি বাড়ির নেমপ্লেটও বদলে ফেলেছেন। এই নয়া নেমপ্লেটে একটি বিশেষত্ব রয়েছে। সোশ্যাল মিডিয়ায় সানিয়া নিজেই সেই কথাটা শেয়ার করে নিয়েছেন। পাশাপাশি সেই ছবিও শেয়ার করেছেন।