
দ্য ওয়াল ব্যুরো: ওয়াংখেড়ের ২ এপ্রিলের সেই ঐতিহাসিক রাতে তিনিই ছিলেন মধ্যমণি। সতীর্থদের কাঁধে উঠে ‘ক্রিকেট ঈশ্বরের’ শিশুর মতো হাসি-কান্নার সেই ঝলক ক্রিকেটপ্রেমী ভুলতে পারবে না কখনও। আজ তাঁর জন্মদিন। ৪৮ বছরে পা দিলেন শচীন তেন্ডুলকর। আর প্রিয় মানুষের জন্মদিনে উচ্ছ্বাসে ভাসলেন গোটা বিশ্বের আপামর ক্রিকেটপ্রেমী জনগণ।
তেন্ডুলকরের দশ নম্বর জার্সি বাইশ গজকে বিদায় জানিয়েছে বহুদিন, কিন্তু ক্রিকেট কি ছাড়তে পেরেছে মাস্টার ব্লাস্টার্সকে? বলা বাহুল্য তা নয়। আইসিসি, বিসিসিআই হোক বা পাড়ার মোড়ের অখ্যাত কোনও শচীন-ভক্ত, নেট মাধ্যমকে হাতিয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেনি কেউই। শনিবার সকাল থেকেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন তেন্ডুলকর।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেল থেকে তেন্ডুলকরের জন্মদিন উপলক্ষ্যে শেয়ার করা হয়েছে তাঁর এক অনবদ্য রেকর্ড। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডবল সেঞ্চুরি করেছিলেন শচীন। সেই অবিস্মরণীয় ইনিংসের হাইলাইটস দিয়ে ‘ক্রিকেট ঈশ্বর’কে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
6⃣6⃣4⃣ intl. matches
3⃣4⃣,3⃣5⃣7⃣ intl. runs
1⃣0⃣0⃣ intl. hundreds
2⃣0⃣1⃣ intl. wicketsHere's wishing the legendary @sachin_rt a very happy birthday. 🎂 👏 #TeamIndia
Let's relive that special knock with which he became the first batsman to score an ODI double ton 🎥 👇
— BCCI (@BCCI) April 24, 2021
আইসিসি এদিন আরও একবার মনে করিয়ে দিয়েছে শচীনের সেইসব কীর্তি, ক্রিকেট ইতিহাসের পাতায় যা হয়ে থাকবে অমর। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের শিরোপা থেকে শুরু করে শততম সেঞ্চুরির অদ্বিতীয় রেকর্ড, বাদ যায়নি কোনওটাই।
🏏 Highest international run-scorer
💯 International centuries
🏆 @cricketworldcup winner
🥇 ICC Hall of FamerThe India legend turns 48. Happy birthday, @sachin_rt 🥳 pic.twitter.com/EiHS7OysRO
— ICC (@ICC) April 24, 2021
শচীন তেন্ডুলকরের জন্মদিন উপলক্ষ্যে এদিন উষ্ণ অভিনন্দন জানিয়েছে তাঁর আইপিএল দলও। মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের তরফে বিশেষ এক ভিডিও ক্লিপ প্রকাশ করে মনে করিয়ে দেওয়া হয়েছে মাঠে নামলে দর্শকদের গ্যালারি থেকে কী ভীষণ উন্মাদনা আর উচ্ছ্বাস ঝরে পড়ে দশ নম্বর জার্সিধারী ছোটোখাটো ওই মানুষটার জন্য।
𝗢𝗻𝗲 𝗠𝗮𝗻. 𝗢𝗻𝗲 𝗖𝗵𝗮𝗻𝘁. ♾️ 𝗘𝗺𝗼𝘁𝗶𝗼𝗻𝘀 💙
Happy birthday, Master Blaster! 🎂#OneFamily #MumbaiIndians #MI #HappyBirthdaySachin @sachin_rt pic.twitter.com/351bMPY2ON
— Mumbai Indians (@mipaltan) April 24, 2021
সতীর্থের জন্মদিনে আবেগে ভেসেছেন যুবরাজ সিং, সুরেশ রায়না, বিরাট কোহলিরা। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তেন্ডুলকর। বিশ্বজোড়া মহামারীর আঁচ থেকে রক্ষা পাননি তিনিও। তবে ভক্তদের প্রার্থনায় সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন তিনি। তাঁর দীর্ঘায়ু কামনা করেছেন যুবরাজ সিং। “তুমি যে সুস্থ হয়ে ফিরে এসেছো, সেটা দেখে খুবই ভাল লাগছে। অনেক ভালবাসা আর শুভেচ্ছা নিও”, ইনস্টাগ্রামে লিখেছেন যুবি।
Wishing the legendary master blaster @sachin_rt a very Happy Birthday! Great to see you back and fully recovered! Lots of love and best wishes ❤️🤗 #HappyBirthdaySachin pic.twitter.com/7XmFo05Lpv
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 24, 2021
ট্যুইটারের দেওয়ালে প্রিয় সতীর্থকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সুরেশ রায়নাও। তিনি লিখেছেন, “ক্রিকেটের প্রতি তোমার প্যাশন দেখেই আমরাও খেলাটাকে ভালবাসতে শিখেছি। তোমার সাথে যে স্মৃতি তৈরি হয়েছে তা সারাজীবন আমার সঙ্গে থাকবে। সুস্থ থেকো।”
Many many happy returns of the day @sachin_rt to an absolute legend of cricket. Your passion towards cricket made us love the game and gave a lifetime of memories! Wishing you a blessed & a healthy life always 🙌 pic.twitter.com/llPGhtu4rd
— Suresh Raina🇮🇳 (@ImRaina) April 24, 2021
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বরাবরই দাবি করে এসেছেন শচীন তেন্ডুলকর তাঁর অনুপ্রেরণা। তাঁকে সামনে রেখেই বাইশ গজে পা রাখার স্বপ্ন দেখেছেন বিরাট। শচীনের জন্মদিনে ট্যুইটারে কোহলি লেখেন, “ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা প্লেয়ার তুমি। অনেক অনেক মানুষের অনুপ্রেরণা তুমি। শচীন পাজি, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।”
One of the greatest to have ever played the game and an inspiration to many. Happy Birthday @sachin_rt paaji.
— Virat Kohli (@imVkohli) April 24, 2021
অজিঙ্ক রাহানে লিখেছেন, “তুমি যেভাবে সারা বিশ্বের এত এত মানুষের আবেগ জয় করেছো, তা খুব কম লোকই পারে। তোমার সুস্থ জীবন কামনা করি।”
Very few individuals are capable of evoking collective emotions of millions of people the way you do, Sachin Paaji! Here's wishing you a very happy birthday and an even happier year ahead! pic.twitter.com/jmeQQuNq6f
— Ajinkya Rahane (@ajinkyarahane88) April 24, 2021
মুম্বই ইন্ডিয়ান্স শুধু নয়, আইপিএলের বাকি দলগুলিও শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছে মাস্টার ব্লাস্টার্সকে। শুভেচ্ছা জানিয়েছেন বিদেশী ক্রিকেট তারকারাও।