শেষ আপডেট: 28th August 2024 21:44
দ্য ওয়াল ব্যুরো: নজির গড়েছেন জয় শাহ। মাত্র ৩৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসাবে আইসিসি চেয়ারম্যান পদে বসতে চলেছেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার মাথায় থাকবেন জয় শাহ। ইতিমধ্যে তাঁকে প্রশংসায় ভরিয়েছেন অনেকেই। তবে সবথেকে স্পেশ্যাল বার্তাটা হয়তো এবার এল। 'ক্রিকেটের ঈশ্বর' শচীন তেন্ডুলকর তাঁর জন্য লম্বা পোস্ট করেছেন।
জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহরের পরে পঞ্চম ভারতীয় হিসাবে আইসিসির চেয়ারম্যান হয়েছেন জয় শাহ। এই খবর পাওয়ারই পর সোশ্যাল সাইটে পোস্ট করে তাঁর গুণের ব্যাখ্যা দিয়েছেন 'মাস্টার ব্লাস্টার'। শচীন লিখেছেন, ''প্যাশন রাখা এবং ক্রিকেটের জন্য ভাল কিছু করার আকাঙ্ক্ষা রাখা উচিত একজন ক্রিকেট কর্তার। সেটাই ছিল জয় শাহর মধ্যে। বিসিসিআই সেক্রেটারি পদে থাকাকালীন এই কাজটাই ভীষণ ভালভাবে করেছেন তিনি। পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেটকেই আরও এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন জয়। অন্যান্য বোর্ডের তাঁর থেকে শেখা উচিত।''
Being enthusiastic and having the drive to do something good for cricket are essential qualities for a cricket administrator. @JayShah displayed these traits wonderfully during his stint as @BCCI secretary.
— Sachin Tendulkar (@sachin_rt) August 28, 2024
His endeavours towards prioritising both women’s cricket and men’s…
আইসিসি চেয়ারম্যান হতে পেরে জয় শাহর নিজের বক্তব্য, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হতে পেরে আমি খুশি। ক্রিকেটের আরও উন্নতির জন্য কাজ করব। ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়া, নতুন প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা আমার লক্ষ্য হবে।'' বলে রাখা ভাল, তিনি আইসিসির চেয়ারম্যান হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হতে পারেন প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান অরুণ জেটলির ছেলে রোহন জেটলি। পেশায় আইনজীবী রোহন এখন ডিডিসিএ-র চেয়ারম্যান।
আইসিসি চেয়ারম্যান হিসেবে কাজ শুরু করে তাঁর কী কী লক্ষ্য হবে তা ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন জয় শাহ। তার একটি হল টেস্টের জনপ্রিয়তা বাড়ানো, বিশ্ব জুড়ে ক্রিকেটের প্রসার এবং মহিলা ও বিশেষ ভাবে সক্ষমদের ক্রিকেটের প্রসার ঘটানো। জয়ের নেতৃত্বাধীন কমিটি হাতে-কলমে কতটা সফল হয় তা জানতে কিছু সময় তো অপেক্ষা করতেই হবে।