শেষ আপডেট: 3rd December 2023 19:00
দ্য ওয়াল ব্যুরো: নিজে বারবার বলেছেন কোচ রমাকান্ত আচরেকরের কথা। মুম্বইয়ের শিবাজি পার্কে শুনশান দুপুরে ছোট্ট শচীনকে খেলা শেখাতেন আচরেকর স্যার। সবাই যে যার বাড়ি চলে যেত, একা পড়ে থাকতেন শচীন। তাঁর উৎসাহ দেখে ওই ক্রিকেট শিক্ষকও নিজের সেরাটা দিয়ে গড়ে তুলেছেন মহারত্নকে।
শচীনকে ভারতীয় ক্রিকেটে উপহার দিয়েছেন মুম্বইয়ের ওই শিক্ষকই। যাঁর ৯১তম জন্মদিনে মাস্টার তাঁকে শ্রদ্ধা জানালেন। রবিবার ৩ ডিসেম্বর স্যারের জন্মদিনে শচীন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যে মানুষটার কাছে আমি ক্রিকেটার হতে পেরেছি। তিনি আমাকে যে শিক্ষা দিয়েছেন, সেটি আমার সঙ্গে সারাজীবন রয়েছে। আপনার জন্মবার্ষিকীতে আপনাকে আরও বেশি স্মরণ করছি স্যার। আপনি আমার জন্য যা কিছু করেছেন, যা হতে পেরেছি আপনার জন্যই।’
শচীন ছাড়াও আচরেকর স্যারের কাছে ক্রিকেট শিখে বহু তারকার জন্ম হয়েছে। সেই তালিকা দীর্ঘ। শচীন ছাড়াও বলবিন্দর সিং সাঁধু, প্রবীণ আমরে, লালচাঁদ রাজপুত, বিনোদ কাম্বলি, অজিত আগরকার, পরশ মামরে, সমীর দিঘে, সঞ্জয় বাঙ্গার ও রমেশ পাওয়ারও।
শচীন প্রতি গুরুপূর্ণিমা ও আচরেকর স্যারের জন্মদিনে তাঁকে স্মরণ করেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা ঢেলে দেন। নতুন প্রজন্মের কাছেও শচীনের এই আবেগমুখর পোস্ট নতুন প্রজন্মের কাছে বিশেষ বার্তা।