শেষ আপডেট: 8th December 2023 13:45
দ্য ওয়াল ব্যুরো: গৌতম গম্ভীরকে বেনজির আক্রমণ করে আইনি নোটিস পেলেন শান্তাকুমারণ শ্রীসন্থ। তাঁকে লিজেন্ডস ক্রিকেট কমিটি আইনি নোটিস পাঠিয়ে জানিয়ে দিয়েছে, অবিলম্বে গম্ভীরের বিরুদ্ধে যে পোস্টগুলি তিনি সোশ্যাল মিডিয়ায় করেছেন, সেগুলি ডিলিট করতে হবে। না হলে তিনি এই লিগে খেলার অধিকার হারাবেন। এমনকী তাঁকে আগামী দিনেও বহিষ্কার করা হবে।
বিবাদ থামার কোনও সম্ভাবনাই নেই। প্রতিদিন দুই তারকার মধ্যে বিতর্কে নতুন রং লাগছে। প্রথম শুরু করেছিলেন গৌতম গম্ভীর। লিজেন্ডস ক্রিকেট লিগে একটি ঘটনাকে কেন্দ্র করে সান্তাকুমারন শ্রীশান্তকে ‘ফিক্সার’ বলেছিলেন নব নিযুক্ত কেকেআর মেন্টর।
বৃহস্পতিবার লিজেন্ডস ক্রিকেট লিগের আম্পায়াররা যে রিপোর্ট জমা দিয়েছেন, তাতে গম্ভীর যে শ্রীসন্থকে ফিক্সার বলেছিলেন, তার কোনও উল্লেখ নেই। তাই আরও বিপাকে পড়ে গেলেন কেরলের পেসার। তিনি আদৌ মনগড়া কথা বলেছেন কিনা, সেই নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হতে পারে।
গম্ভীর বলেছিলেন, গৌতম গম্ভীর আপনি একজন ফাইটার, যিনি তাঁর সমস্ত সহকর্মীর সঙ্গে বিনা কারণে সর্বদাই ফাইট করে চলেন। আপনি একজন অসভ্য মানুষ, যিনি কাউকে সম্মান দেখাতে পছন্দ করেন না। আপনি একজন অহংকারী ব্যক্তি।
একইসঙ্গে শ্রীসন্থ জানিয়েছেন খুব শিগগির তাঁকে বলা গম্ভীরের কথাগুলো তিনি জনসমক্ষে প্রকাশ করবেন।
ভারতীয় দলের প্রাক্তন পেসার আরও বলেছেন, ‘আমার কোনও দোষ ছিল না। আমি বিষয়টি নিয়ে সমস্ত ধোঁয়াশা কাটিয়ে দিতে চাই। মিস্টার গোতি যা করেছেন আজ না হয় কাল আপনারা জানতে পারবেন। উনি মাঠের মধ্যে যে ভাষা ব্যবহার করেছেন সেটা আদৌ গ্রহণযোগ্য নয়। আমার রাজ্য, আমার পরিবার অনেক সহ্য করেছে। আমি আপনাদের সমর্থনে এই লড়াই চালিয়েছি। এখন কোনও কারণ ছাড়াই আমাকে হেয় করা হচ্ছে। উনি (গম্ভীর) যা বলেছেন যা ওঁর বলা উচিত নয়। আমি অবশ্যই আপনাদের জানাব উনি কী বলেছেন।’
শ্রীসন্থ এখানেই না থেমে আরও বলেন, ‘জন প্রতিনিধি হয়ে কী লাভ যেখানে আপনার নিজের সহকর্মীদের প্রতিই কোনও শ্রদ্ধাবোধ নেই? ধারাবিবরণী চলাকালীন ওঁকে যখন বিরাট সম্পর্কে কিছু জিজ্ঞেস করা হয়, উনি কোনও কথা বলেন না। আমি ব্যাপারটা আর বিশদে বলতে চাই না। শুধু এটুকু বলব, আমি অত্যন্ত আহত হয়েছি। আমার পরিবার, আমার প্রিয়জনেরাও আহত হয়েছেন। ওঁর কথার উত্তরে আমি একটিও বাজে শব্দ উচ্চারণ করিনি কিন্তু তারপরও উনি একইভাবে কথা বলেই গিয়েছেন।’