শেষ আপডেট: 21st June 2024 12:00
দ্য ওয়াল ব্যুরো: ক্রীড়াজীবনে অনেক সাফল্য পেয়েছেন দুজন। কিন্তু সানিয়া মির্জা এবং মহম্মদ শামির ব্যক্তিগত জীবনে শুধুই কাঁটা। একজন ভারতের টেনিস জগতের অন্যতম সেরা খেলোয়াড়, অন্যজন ভারতীয় ক্রিকেটের চ্যাম্পিয়ন বোলার। কিন্তু তাঁদের কারোরই বিয়ের সম্পর্ক টেকেনি। তবে এখন কি তাঁরা দুজনে একে অপরকে বিয়ে করছেন? এই জল্পনা ছড়িয়েছে বেশ কিছুদিন ধরে।
মহম্মদ শামির বিরুদ্ধে অভিযোগের কোনও অন্ত রাখেননি স্ত্রী হাসিন জাহান। বর্তমানে তাঁদের ডিভোর্স মামলাও ঝুলে রয়েছে। এদিকে চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর আসতেই শোনা গেছিল সানিয়া তাঁকে 'খুলা' দিয়েছেন। এখন সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাৎ চর্চা চলছে যে, সানিয়া এবং শামি একে অপরকে বিয়ে করছেন! বিষয়টির কথা কানে যেতেই রেগে লাল টেনিস তারকার পরিবার।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, ''যে খবর ছড়িয়েছে তা একদম অসত্য এবং ভুল। বিয়ে করা তো দূর, সানিয়ার সঙ্গে শামির দেখা পর্যন্ত হয়নি কখনও।'' যারা এই খবর রটাচ্ছে তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। পাশাপাশি আর্জিও জানিয়েছেন, এমন ভুল খবর নিয়ে আলোচনা না বাড়াতে।
ভারতীয় টেনিস তারকার সঙ্গে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকার বিয়ে হয় ২০১০ সালের এপ্রিল মাসে। ২০১৮ সালের অক্টোবরে তাঁদের পুত্র ইজান মির্জা মালিকের জন্ম হয়। বর্তমানে তাঁর কাস্টডি রয়েছে সানিয়ার কাছেই। ছেলেকে ঘিরেই এখন তাঁর গোটা জগত। তবে টেনিস না খেললেও তার থেকে দূরে নন সানিয়া। ফ্রেঞ্চ ওপেন-এর এক্সপার্ট হিসেবে দেখা যায় তাঁকে।
এখন প্রশ্ন হল 'খুলা' কী? তালাকের সঙ্গে খুলার খুব যে বিশেষ পার্থক্য আছে তা নয়। তালাক তখন হয় যখন একজন মুসলিম পুরুষ স্ত্রীর থেকে আলাদা হয়ে যেতে চান। আর খুলা তখন হয় যখন একজন মুসলিম মহিলা নিজে থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়।