শেষ আপডেট: 20th January 2025 16:40
দ্য ওয়াল ব্যুরো: ঝড় আসছে। তার জন্য তৈরি থাকুন। ওল্ড ট্র্যাফোর্ডের কুর্সিতে বসে সমর্থকদের সিট বেল্ট বেঁধে রাখার পরামর্শ দিয়েছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম। সেই ঝড় যে এত অল্প দিনে এতকিছু তছনছ করে দেবে, সেটা বোধ হয় অতি বড়ো ইউনাইটেড ভক্ত দুঃস্বপ্নেও কল্পনা করেননি। ব্রাইটনের কাছে ঘরের মাঠে ১-৩ গোলে হারার পর তাঁদের হতাশা আর অবসাদের প্রতিধ্বনি শোনা গেল খোদ কোচের গলায়। এতটুকু না থমকে যিনি সাফ জানালেন, তাঁর কোচিংয়ে যে দলটি এই মুহূর্তে মাঠে নামছে, তারা ম্যাঞ্চেস্টার ইউনাটেডের ১৪৭ বছরের সুদীর্ঘ ইতিহাসে ‘জঘন্যতম’ টিম।
মরশুম সবে মাঝদরিয়ায় ঠেকেছে, তারই মধ্যে ১০টি ম্যাচ হেরে বসে আছে ‘রেড ডেভিলস’রা। একদা নিয়ম করে খেতাব জিতত যারা, লিগ তালিকায় তাদের স্থান আপাতত তেরো নম্বরে। অবনমনের ভ্রূকুটি চোখ না রাঙালেও রেলিগেশনের আশপাশেই ঘোরাফেরা করছেন ব্রুনো ফার্নান্ডেজরা।
এরই মধ্যে আত্মসমীক্ষায় রীতিমতো ক্ষমাহীন মেজাজে দেখা গেল আমোরিমকে। এরিক টেন হ্যাগের থেকে দায়িত্ব নেওয়ার পর ১১ ম্যাচে মোটে ১১ পয়েন্ট ঘরে তুলেছে ম্যান ইউ। প্রথম ২২ ম্যাচে ১০ বার হারের মুখ দেখেছে তারা। রেকর্ড বলছে ১৯৮৯-৯০ সিজনের পর ম্যাঞ্চেস্টারের ক্লাবটির এতখানি দুর্দশা দেখা যায়নি।
তাই দায় না এড়িয়ে সাংবাদিকদের উদ্দেশ করে আমোরিম বলেছেন, ‘কল্পনা করুন ক্লাব সমর্থকদের অবস্থা। কল্পনা করুন আমার দশা। আমরা নিকৃষ্টতম টিম, সম্ভবত, ক্লাবের ইতিহাসে জঘন্যতম। আমি জানি আপনারা হেডলাইন চান। কিন্তু আমি এই কথাগুলো বলছি, তার কারণ, আমাদের এটা স্বীকার করতে হবে, এই পরিস্থিতি বদলাতে হবে।‘
গতকাল ব্রাইটনের বিরুদ্ধে ব্রুনো ফার্নান্ডেজের গোলে সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করে ম্যান ইউ। খেলার শেষে সমর্থকেদের বিদ্রূপ করতে শোনা যায়। তাই অবনমনের দশ পয়েন্ট ওপরে থাকা ক্লাবের চেয়ারে বসে এই মুহূর্তে মোটেও স্বস্তিতে নেই রোনাল্ডোর দেশোয়ালি ম্যানেজার রুবেন আমোরিম।