মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 27th March 2025 13:04
বুধবার লন্ডনের আকাশ ছিল বেশ পরিষ্কার। ঝকঝকে রোদ। অনেকক্ষণ রোদে পিঠ দিয়ে বসলে তেতে যাচ্ছে। সবাই যখন একটু ছায়া খুঁজছে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Oxford Visit) বসলেন রোদের দিকে মুখ করে। সাদা খোলের শাড়ির উপর একটা সাধারণ কাট স্লিভ জ্যাকেট পরা। বললেন, ‘ভিটামিন ডি নিচ্ছি’।
বোঝা যাচ্ছিল দিব্য মেজাজে রয়েছেন তিনি। মঙ্গলবার সেন্ট জেমস কোর্টের কনভেনশন রুমে বাণিজ্য সম্মেলনে তিল ধারণের জায়গা ছিল না। কানায় কানায় ভর্তি। বুধবার সকালে অক্সফোর্ড (Mamata Banerjee Oxford) থেকেও খবর এসেছে, বৃহস্পতিবার কেলগ কলেজে যে অডিটোরিয়ামে তিনি বক্তৃতা দেবেন, তার দু’শটি আসনই বুক হয়ে গিয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশনের উইনডো খোলা হয়েছিল। তাতে হাউজফুল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য এতো আবেদন জমা পড়েছে যে কেলগ কলেজ কর্তৃপক্ষ বাধ্য হয়েই আসন বাড়িয়েছে। মূল প্রেক্ষাগৃহে আর আসন বাড়ানো সম্ভব নয়। তাই পাশের একটি হলে আরও দু’শ আসনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীর কথা শোনা যাবে ভার্চুয়াল মাধ্যমে।
তাঁর অক্সফোর্ড সফরকে কেন্দ্র করে ঘরোয়া রাজনীতিতে একাংশ যখন সমালোচনায় মশগুল, তখন কেলগে এহেন উৎসাহ ও হিড়িক আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়ার মতোই। অনেকটাই ‘বাপি বাড়ি যা’ গোছের ব্যাপার।
বুধবার দুপুরে রোদে মুখ করে বসার সময়ে এই কথাটাই তুলেছিলেন এক সাংবাদিক। মুখ্যমন্ত্রীকে এও বলেন, অক্সফোর্ডে কেউ কেউ আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ বা বিক্ষোভ প্রদর্শন করতে পারে বলে শোনা যাচ্ছে।
ততক্ষণে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বললেন, “আমার কাছেও খবর আছে। লোকসভা ভোটে মালদহ উত্তরে আমাদের প্রার্থী ছিল শাহনওয়াজ। ও অক্সফোর্ডেই গবেষণা করে। আমাকে সব জানিয়েছে।”
এদিন হাঁটতে বেরোনোর সময়ে মমতার সঙ্গী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। হয়তো সেই অনুষঙ্গেরই প্রভাব হতে পারে। মুখ্যমন্ত্রী বলেন, “আরজি করের ব্যাপারটা বিচারাধীন রয়েছে। আর যা প্রশ্ন আছে করুক না, আমি উত্তর দিতে তৈরি। ওরা বল করলে, আমিও ছক্কা হাঁকাব!”
অক্সফোর্ডের কেলগ কলেজে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বৃহস্পতিবার বক্তৃতা দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বক্তৃতার পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলর জোনাথন মিশির সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন কেলগ কলেজের ফেলা বাইনাম টুডোর ও লর্ড করন বিলিমোরিয়া। ২০২৩ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিতে জোনাথন কলকাতায় এসেছিলেন। তখনই অক্সফোর্ডে আমন্ত্রণ করেছিলেন মুখ্যমন্ত্রী। এতদিন পর সেই সফরই হতে চলেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ লন্ডন থেকে বাসে অক্সফোর্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা মুখ্যমন্ত্রীর। অক্সফোর্ড পৌঁছে সেখানকার পাঠাগার ও বিশ্ববিদ্যালয় চত্বর তাঁর ঘুরে দেখার কথা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁর একান্ত বৈঠকও হবে। তার পর বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৬টা পর্যন্ত চলবে মূল অনুষ্ঠান। ভারতীয় ঘড়িতে সময় তখন রাত ১১টা।