শেষ আপডেট: 9th March 2025 09:56
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মন্তব্য করেছেন, যদি ফাইনাল ম্যাচে রোহিত শর্মা ২০ ওভার পর্যন্ত ব্যাট করতে পারেন, তাহলে চোখ বন্ধ করে টিম ইন্ডিয়া জিতবে। রবিবার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউয়ি ব্রিগেডের বিরুদ্ধে নামতে প্রস্তুত টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচের আগে আকাশ চোপড়া জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেট দলকে এই ফাইনাল ম্যাচটা জিততে হলে হিটম্যানকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।
নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া জানিয়েছেন, রোহিতের উচিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নির্ভীক ব্যাটিং করা। সঙ্গে তিনি এও যোগ করেছে, যদি এই ম্যাচে শর্মা'জি অন্তত ২০ ওভার ব্যাট করতে পারেন, তাহলে টিম ইন্ডিয়া আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে পারবে। পাশাপাশি হিটম্যানের অধিনায়কত্বেরও প্রশংসা করলেন তিনি। মনে করিয়ে দিলেন, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে রোহিত শর্মার দল ১৫ ম্যাচের মধ্যে মাত্র একটাতেই হেরেছিল।
আকাশ চোপড়া বললেন, 'গত তিনটে সাদা বলের টুর্নামেন্টে রোহিতের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল মাত্র একটা ম্যাচেই পরাস্ত হয়েছে। আর সেটা ২০২৩ সালের ১৯ নভেম্বর আয়োজিত ফাইনাল ম্যাচ। যদি টিম ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিততে পারে, তাহলে রোহিত এবং কোহলির ঝুলিতে চারটে করে আইসিসি ট্রফি চলে আসবে। আর কোনও ভারতীয় ক্রিকেটারের এমন রেকর্ড নেই। আজ রোহিতের থেকে আমরা কী প্রত্যাশা করতে পারি? আমি তো বলব, যাও এবং নির্ভীক ব্যাটিং করো। যতক্ষণ পারো, উইকেটে টিকে থাকো। কারণ রোহিত যদি ২০ ওভার খেলতে পারে, তাহলে আমি নিশ্চিত যে ভারত এই ম্যাচটা ১০০ শতাংশ জিতবে।'
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৪১, ২০, ১৫ এবং ২৮ রান করেছেন। শুরুটা ভাল করলেও কোনও ম্যাচেই লম্বা রানের ইনিংস তিনি খেলতে পারেননি। ফাইনাল ম্যাচে এই বাধা তিনি অবশ্যই অতিক্রম করতে চাইবেন। আশা করা যায়, কিউয়িদের বিরুদ্ধে তিনি বিধ্বংসী মেজাজে ব্যাট করবেন।
পাশাপাশি অধিনায়ক হিসেবে রোহিতের সামনে এক অনন্য রেকর্ডেরও হাতছানি রয়েছে। রোহিতই একমাত্র অধিনায়ক যিনি ভারতীয় ক্রিকেট দলকে চারটে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, একদিনের বিশ্বকাপ ফাইনাল, টি-২০ বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল।