শেষ আপডেট: 30th June 2024 00:28
দ্য ওয়াল ব্যুরো: তীরে এসেও তরী ডুবছিল। টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে দুটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু তাতে হেরেছিল। অধিনায়ক হিসেবে সবকিছু করছিলেন রোহিত শর্মা, কিন্তু ওই ট্রফিটা আর ছোঁয়া হচ্ছিল না। কিন্তু ২৯ জুন, ২০২৪ সবটা বদলে দিল। ভারত ১৭ বছরের ট্রফির খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। অধিনায়ক সেই 'শর্মাজি কা বেটা'।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই বিশ্বকাপ ফাইনাল জেতা হয়নি ভারতের। কিন্তু এবার টি-২০ বিশ্বকাপ জিতে আইসিসি টুর্নামেন্ট না জেতার 'অভিশাপ' কাটাল টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বেই কার্যত অসাধ্য সাধন করল ভারত। ৫০ ওভারের বিশ্বকাপেও সব ম্যাচ জিতে ফাইনাল খেলতে নেমেছিল ভারত। গ্রুপ পর্যায়ে অস্ট্রেলিয়াকেও হারিয়েছিল। কিন্তু তাঁদের কাছেই ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল রোহিত-বিরাটদের। টি-২০ বিশ্বকাপে সেই ভুল করল না 'মেন ইন ব্লু।' এবারও গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। উল্টো দিকে একই কাজ করে ফাইনালে এসেছিল দক্ষিণ আফ্রিকাও। তবে ওডিআই বিশ্বকাপ ফাইনালের স্মৃতি আর ফিরতে দিলেন না বিরাট-অক্ষর-বুমরাহ-হার্দিকরা।
আইপিএলে রোহিত শর্মা ফর্মে ছিলেন না। কিন্তু বিশ্বকাপে তাঁর আসল রূপ দেখিয়েছেন তিনি। শুধু তাঁকে নিয়ে নয়, বিরাট কোহলিকে নিয়েও ভরপুর সমালোচনা হয়েছে। কিন্তু অধিনায়ক হিসেবে তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি। এমনকী, কানাঘুষো শোনা গেছিল, ফাইনালে নাকি ওপেন নাও করতে পারেন বিরাট। কিন্তু রোহিত নিজেই জানান এমন কোনও ভাবনা দলের নেই। তাঁর এই সিদ্ধান্তই ২০০৭ সালের পর ২০২৪ সালে ভারতকে আবার টি-২০ বিশ্বকাপ জয়ী করল।
গোটা টুর্নামেন্টে না খেলতে পারা বিরাট কোহলি ফাইনালে নিজেকে উজাড় করে দিলেন। ম্যাচ অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডও পেলেন। ম্যাচ শেষ হতেই কান্নায় ভেঙে পড়ল গোটা ভারতীয় দল। যে ট্রফির অপেক্ষায় এত কাঠখড় পোড়ানো হল তা অবশেষে হাতে এল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে কেঁদে ফেলেছিলেন রোহিত। অতীতকে স্মরণ করে হয়তো তখন সেলিব্রেটও করতে চাননি। অপেক্ষা করছিলেন ফাইনাল জেতার। চাইছিলেন সবাই যাতে আরও একটু তাঁর ওপর ভরসা রাখে।
কয়েক মাস আগেই আইপিএলের অধিনায়কত্ব গেছিল রোহিতের। তাঁর জায়গায় ক্যাপ্টেন হয়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিগত মাসগুলোই হয়তো বদলে দিয়েছে রোহিতকে। তাঁর খেলার ধরন, ক্যাপ্টেন্সি সবেতে বদল এসেছে। বিশ্বকাপ ফাইনালেও তিনি শেষ ওভারে যাকে ভরসা করেছিলেন সেই হার্দিকও কিছু গোটা টুর্নামেন্টে সেইভাবে সফল নয়। কিন্তু এইভাবে রোহিত বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক হিসেবে তিনি কতটা সাহসী। অবশেষে ফাইনাল জিতে মাঠে শুয়ে হাত চাপড়ালেন তিনি। রোহিত হয়তো বললেন, দেখা শর্মাজি কা বেটে কা কামাল...