শেষ আপডেট: 9th March 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, বড় খেলোয়াড়রা নাকি বড় মঞ্চে বরাবর জ্বলে উঠলেন। সেই কথাটাই প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। চলতি টুর্নামেন্টে তিনি শুরুটা ভাল করলেও, একটাও বড় রানের ইনিংস খেলতে পারেননি। বিষয়টা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সমালোচনা হয়েছিল। শেষপর্যন্ত তিনি জবাব দিলেন। কেন তাঁকে হিটম্যান বলা হয়, সেটাও বুঝিয়ে দিলেন। তাঁর ব্যাট থেকে বেরিয়ে এল একটি ঝকঝকে হাফসেঞ্চুরি।
এই ম্যাচের শুরু থেকেই রোহিত শর্মাকে কার্যত দাবাং মেজাজে দেখতে পাওয়া যাচ্ছিল। কাইল জেমিসনের মতো আগুন পেসারকেও তিনি বলে বলে চার-ছক্কা হাঁকাচ্ছিলেন। শেষপর্যন্ত প্রথম পাওয়ার প্লে চলাকালীন মিচেল স্যান্টনার স্পিনার আনতে বাধ্য হলেন। নিজেই এলেন। কিন্তু, রোহিতকে শেষপর্যন্ত আটকানো যায়নি। অবশেষে ৪১ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন তিনি। ইতিমধ্যে তিনি ৫ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৪১, ২০, ১৫ এবং ২৮ রান করেছেন। শুরুটা ভাল করলেও কোনও ম্যাচেই লম্বা রানের ইনিংস তিনি খেলতে পারেননি। ফাইনাল ম্যাচে এই বাধা তিনি অবশ্যই অতিক্রম করতে চাইবেন। আশা করা যায়, কিউয়িদের বিরুদ্ধে তিনি বিধ্বংসী মেজাজে ব্যাট করবেন।
পাশাপাশি অধিনায়ক হিসেবে রোহিতের সামনে এক অনন্য রেকর্ডেরও হাতছানি রয়েছে। রোহিতই একমাত্র অধিনায়ক যিনি ভারতীয় ক্রিকেট দলকে চারটে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে নিয়ে গিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, একদিনের বিশ্বকাপ ফাইনাল, টি-২০ বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। এবার এই ম্য়াচটা টিম ইন্ডিয়া জিততে পারবে কি না, সেটাই দেখার।