শেষ আপডেট: 12th February 2025 19:24
দ্য ওয়াল ব্যুরো: একেবারে নিখুঁত প্রতিশোধ নিলেন আর্শদীপ সিং। যে বেন ডাকেট তাঁকে এক ওভারে পরপর চারটে বাউন্ডারি হাঁকিয়েছিলেন, ইংল্যান্ডের সেই বাঁ-হাতি ব্যাটারের উইকেট তুলে আর্শদীপ বুঝিয়ে দিলেন 'সিং ইজ কিং'। ডাকেটের ক্যাচ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা তালুবন্দি করতেই, একটি বিশেষ অঙ্গভঙ্গি করেন তিনি। যেন আর্শদীপকে বললেন, 'মাথাটা কাজে লাগালেই উইকেট শিকার করা যায়।' ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ইংল্যান্ড ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসেছিলেন আর্শদীপ সিং। এই ওভারেই বেন ডাকেট তাঁকে পরপর চারটে বাউন্ডারি হাঁকিয়েছিলেন। ক্রিকেট সমর্থকদের একাংশের ধারণা, এরপর টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা হয়ত তাঁকে কিছু পরামর্শ দিয়েছেন। আর আর্শদীপ তাঁর পরের ওভারের বল করতে এসে রোহিতের সেই পরামর্শ মেনে বল করেন। আর তাতেই শেষপর্যন্ত আসে সাফল্য। ২২ বলে ৩৪ রান করেন ডাকেট।
এরপর রোহিত হাতের আঙুল দিয়ে নিজের মাথা স্পর্শ করেন। আর্শদীপের উদ্দেশ্যে যেন তিনি বললেন, মাথাটা কাজে লাগালেই উইকেট শিকার করা যায়।' সেই এক ধারাভাষ্যকার গোটা বিষয়টি খোলসা করে দেন। এখনও পর্যন্ত ভারত ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান করেছে।
প্রসঙ্গত, বেন ডাকেটের পাশাপাশি ফিল সল্টের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এটাও অবশ্য আর্শদীপের ঝুলিতে এসেছিলেন। ভারতীয় পেসারের স্লোয়ার বাউন্সারে সল্ট কিছুটা চমকে যান। অবশেষে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলেন এই ইংরেজ ওপেনার। ২১ বলে ২৩ রান করেছেন তিনি। বাকি একটি উইকেট নেন কুলদীপ যাদব। টম ব্যান্টন ক্রমশ ভারতীয় বোলারদের কাছে বিপদজনক হয়ে উঠছিলেন। কুলদীপের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে তাঁকেও ফিরে যেতে হয়। ৪১ বলে ব্যান্টন ৩৮ রান করলেন। এই ম্য়াচে ইংল্যান্ডের জয়ের জন্য ২২৫ রান এখনও দরকার।
এরপর রোহিত হাতের আঙুল দিয়ে নিজের মাথা স্পর্শ করেন। আর্শদীপের উদ্দেশ্যে যেন তিনি বললেন, মাথাটা কাজে লাগালেই উইকেট শিকার করা যায়।' সেই এক ধারাভাষ্যকার গোটা বিষয়টি খোলসা করে দেন। এখনও পর্যন্ত ভারত ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান করেছে।
Arshdeep Singh can’t get the apperception what he deserve ????
— Dhillon (@Davinder_777) February 12, 2025
He missed first 2 ODIs because of parchi Harshit Rana… now he is send back opners in Power play ????#ArshdeepSingh#INDvsENG #INDvENG pic.twitter.com/0ZQpmNNB28
প্রসঙ্গত, বেন ডাকেটের পাশাপাশি ফিল সল্টের উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এটাও অবশ্য আর্শদীপের ঝুলিতে এসেছিলেন। ভারতীয় পেসারের স্লোয়ার বাউন্সারে সল্ট কিছুটা চমকে যান। অবশেষে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলেন এই ইংরেজ ওপেনার। ২১ বলে ২৩ রান করেছেন তিনি। বাকি একটি উইকেট নেন কুলদীপ যাদব। টম ব্যান্টন ক্রমশ ভারতীয় বোলারদের কাছে বিপদজনক হয়ে উঠছিলেন। কুলদীপের বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে তাঁকেও ফিরে যেতে হয়। ৪১ বলে ব্যান্টন ৩৮ রান করলেন। এই ম্য়াচে ইংল্যান্ডের জয়ের জন্য ২২৫ রান এখনও দরকার।