শেষ আপডেট: 8th March 2025 19:45
দ্য ওয়াল ব্যুরো: ২০০৭ সাল থেকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্য়াটার তিনি। তবে গত কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে চলতি চ্য়াম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করতে পারেন তিনি। এই ব্য়াপারে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক শুভমান গিল।
আগামী রবিবার অর্থাৎ ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচের পরই টিম ইন্ডিয়ার অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি টানবেন? আর কখনও তাঁকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে খেলতে দেখা যাবে না? গত কয়েকদিন ধরেই ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শনিবার (৮ মার্চ) ফাইনাল ম্যাচের ঠিক আগে শুভমান গিলকে সাংবাদিকরা এই কঠিন প্রশ্নটা করেছিলেন। ২৫ বছর বয়সি এই ভারতীয় ব্যাটার স্পষ্ট জানিয়ে দেন, এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও কথাবার্তা হয়নি। আপাতত ফাইনাল ম্যাচের উপরেই টিম ইন্ডিয়া যাবতীয় ফোকাস করতে চায়। মাত্র ৯ মাসের মধ্যে আবারও ভারতের সামনে আইসিসি ট্রফি জেতার সুযোগ এসেছে।
রোহিতের অবসর প্রসঙ্গে শুভমান গিল সাংবাদিকদের বললেন, 'এখনও পর্যন্ত এই ব্যাপারে ভারতীয় ড্রেসিংরুমে কোনও আলোচনা হয়নি। আমরা আপাতত ম্যাচ নিয়েই চিন্তাভাবনা করছি। আমার মনে হয় না যে রোহিতও এখন এইসব ব্যাপার নিয়ে কোনও চিন্তাভাবনা করছে। এই ম্যাচের পর হয়ত উনি কী করবেন আর কী করবেন না, সেই ব্যাপারে চিন্তাভাবনা করবেন।'
গত কয়েকমাস ধরেই রোহিত শর্মার অবসর নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছে। অনেকে তো আবার এও দাবি করেছেন যে রোহিতকে সরিয়ে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হবে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের উপরেই নাকি 'অধিনায়ক' রোহিত শর্মার ভবিষ্যত নির্ভর করছে।
এই প্রসঙ্গে আপনদের জানিয়ে রাখি, রোহিত শর্মা ইতিমধ্যে ৩৭ বছরে পা দিয়েছেন। ইতিমধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ফলে আগামী ওয়ানডে বিশ্বকাপে অধিনায়কত্ব তো দুরের কথা, তিনি যে খেলবেন এমনটাও কল্পনা করা যায়। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জয়লাভ করে, তাহলে সেটাই যে রোহিতের অবসর গ্রহণের সেরা মঞ্চ হবে, তা নির্দ্বিধায় বলা যায়।