শেষ আপডেট: 26th January 2025 19:18
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে একপেশে ম্যাচে হেরেছে মুম্বই। রান পাননি রোহিত শর্মা। দুই ইনিংসে করেছেন যথাক্রমে ৩ রান ও ২৮ রান। ঘরে-বাইরে প্রবল চাপ। এই পরিস্থিতিতে দেশের ক্রিকেট টিমের অধিনায়কের পাশে দাঁড়াল এক খুদে অনুরাগী। বছর উনিশের যথার্থ ছাব্রিয়া রোহিতকে একটি খোলা চিঠি লিখেছে। যার ছত্রে ছত্রে ঝরে পড়েছে মুম্বইয়ের তারকা ক্রিকেটারের প্রতি প্রবল অনুরাগ, শ্রদ্ধা ও ভালোবাসা।
কী লিখেছে যথার্থ? রোহিত-অনুরাগী কিশোরের চিঠির বয়ানটি এরকম:
‘রোহিত আপনি আমার নায়ক, সবচেয়ে প্রিয় খেলোয়াড় এবং সর্বকালের সেরা ব্যাটসম্যান। জানি আমি একা নই; আরও লক্ষ লক্ষ সমর্থকের প্রতিনিধিত্ব করছি। আপনার কারণেই আমি এই সুন্দর খেলাটি দেখি। রোহিত, আপনি ব্যাটিং করছেন—এমন একটি সময়ে জন্ম নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করি।
ফর্ম ক্ষণিকের, ক্লাস চিরন্তন। সাম্প্রতিক সময়ে আপনি যদিও কোনও বড় ইনিংস খেলেননি, তবু আমি জানি আপনি ঠিক রাস্তাতেই আছেন। আর এও মানি, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় বড় দলকে আপনি ছিন্নবিচ্ছিন্ন করতে চলেছেন। গতকাল জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে যে তিনটি ছক্কা মেরেছিলেন, সবকটাই ছিল অসাধারণ।
নিন্দুকেরা নিন্দা করবেই। কিন্তু আপনার মধ্যে প্রথম সারির নেতৃত্বদানের ক্ষমতা রয়েছে। মাঠে আপনার উপস্থিতি অতুলনীয় এবং ক্রিকেটের তিনটি ফরম্যাটেই আপনি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন। আমি গোড়া থেকে আপনার খেলা দেখেছি এবং এখনও যে খেলাটা দেখে চলেছি, তারও কারণ আপনি। দয়া করে কোনওদিন অবসর নেবেন না। আমি জানি না কোনওদিন টিভি খুলে আপনাকে ইনিংস ওপেন করতে দেখতে না পেলে আমার মনে কী চলবে!
আমি একজন বছর পনেরোর স্পষ্টবাদী এবং আবেগপ্রবণ ছেলে। জীবনের স্বপ্ন ক্রিকেট বিশ্লেষক হওয়া। ইতিমধ্যে রাজস্থান রয়্যালসের হয়ে ইন্টার্নশিপও করে ফেলেছি আমি। কোনও সাহায্য করতে পারলে আবশ্যই জানাবেন।
রোহিত, আপনাকে আমি ভালোবাসি। আর জানি খুব তাড়াতাড়ি ক্ষমতার শীর্ষে পৌঁছতে চলেছেন আপনি।’