শেষ আপডেট: 13th March 2025 17:41
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মা। এই নামটার সঙ্গে ভারতীয় ক্রিকেট সমর্থকদের আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। সম্প্রতি তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে। ফাইনাল ম্য়াচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করেছিল। আর রোহিতের ব্যাট থেকে বেরিয়ে এসেছিল ৭৬ রানের একটি জ্বালাময়ী ইনিংস।
কিন্তু, আপনারা কি জানেন যে টিম ইন্ডিয়ার এই অধিনায়কের কাছে একটা সময় ক্রিকেট কিট কেনার জন্যও টাকা ছিল না। সেইসময় হিটম্য়ান অর্থের জন্য নাকি দুধ বিক্রি করতেন! এমনই অজানা তথ্য ফাঁস করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা।
প্রজ্ঞান বলেছিলেন, 'রোহিত একেবারে সাধারণ-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে। ও নিজেই একবার জানিয়েছিল যে ক্রিকেট কিট কেনার মতো টাকা জোগাড় করতে পারেনি। কথাটা বলতে বলতে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েছিল। আর এই ক্রিকেট কিট কেনার জন্য ওকে দুধ পর্যন্ত বিক্রি করতে হয়েছিল। যদিও এটা অনেকদিন আগেকার কথা। আজ যখন আমি রোহিতের দিকে আমি তাকাই, তখন ওকে দেখে আমার সত্যিই গর্ব হয়।'
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া একটি ইন্টারভিউয়ে বীরেন্দ্র সেহওয়াগ জানিয়েছেন, 'রোহিতের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা বেশি কথাবার্তা বলি না। মহেন্দ্র সিং ধোনির পর রোহিতই ভারতের সবথেকে সফল অধিনায়ক। একজন অধিনায়ক হিসেবে রোহিত যেভাবে ভারতীয় বোলারদের ব্যবহার করেন, যেভাবে গোটা দলকে পরিচালনা করেন, গোটা দলকে যেভাবে জয়ের পথে এগিয়ে নিয়ে যান, তা সত্যিই প্রশংসনীয়।'