শেষ আপডেট: 1st July 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো: চোখে জল এনে দিয়েছে রোহিত শর্মার মা পূর্ণিমা শর্মার একটি আবেগঘন পোস্ট। তিনি সোমবার একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে দেখা গিয়েছে, বার্বেডোজে বিশ্বকাপ জয়ের পরে বিরাট কোহলি ও রোহিতের একটি ছবি। যেখানে দেখা গিয়েছে ভারত অধিনায়কের পিঠে তাঁর কন্যা।
ওই ছবি পোস্ট করে রোহিতের গর্বিত মা একটি গানের লাইন লিখেছেন, ‘‘অ্যায়ি হ্যায় প্যায়ার বরসো পুরানা হামারা। সালামত রাহে দোস্তানা হামারা। বানে চাহে দুশমন জামানা হামারা। সালামত রাহে দোস্তানা হামারা।’’
এই পোস্টটি যে কোহলি-রোহিতের বন্ধুত্বকে আরও দীর্ঘস্থায়ী করল, সেটি না বললেও চলে। পাশাপাশি যে সমালোচকরা ওই দুই কিংবদন্তির মধ্যে সংঘাত, বিরোধ কিংবা লড়াই দেখতেন, এই ছবি যে তাঁদের মুখে একটা বড় কষাঘাত, তা বলার অপেক্ষা রাখে না।
Rohit Sharma's mother Instagram post for Rohit Sharma and Virat Kohli ????
— CricketTimes.com (@CricketTimesHQ) July 1, 2024
????: Purnima Sharma#cricket #T20WorldCup #rohitsharma #viratkohli #TeamIndia #CricketTwitter pic.twitter.com/8GcXmffUiK
ভারতের বিশ্বকাপ জয়ের পরে যে ক’টি ছবি পোস্ট করা হয়েছে, তারমধ্যে যে এটাই সেরা, তাও অনেক নেটিজেন মনে করছেন। একজন তারমধ্যেই বলেছেন, এমন ছবি একজন মা-ই পোস্ট করতে পারেন। একজন লিখেছেন, পূর্ণিমা সত্যিকারের রত্নগর্ভা। আবার অনেকের মতে, কে বলে কোহলি ও রোহিতের মধ্যে বিরোধ রয়েছে। এটা দেখে তো মনে হচ্ছে একে অপরের পরিবারের সদস্য!
কেউ ট্যাগ লাইন দিয়েছেন, GOAT, গ্রেটেস্ট অব অল টাইম। দুই কিংবদন্তির এমন আবেগঘন ছবি মনকে ভাল করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই ছবি দেখে এও মনে হয়েছে, রোহিতের পরিবারও কোহলির সঙ্গে তাঁদের ছেলের সম্পর্কের নানা গুজব নিয়ে অস্বস্তিতে ছিল। তাই অনেকেই বলেছেন, ভাইয়ের পাশে ভাই।