শেষ আপডেট: 13th March 2025 13:20
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়নস ট্রফির মধ্যেই রোহিত শর্মার ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জল্পনা ঘনীভূত হয়েছিল। বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার দুবাইয়ে জিতে কি একদিনের ক্রিকেট থেকে সরে যাবেন রো-কো জুটি? উঠতে শুরু করেছে প্রশ্ন।
যদিও যাবতীয় অবসর-জল্পনাকে নস্যাৎ করে ট্রফি জেতার পর প্রেস কনফারেন্সে এসে রোহিত স্বতঃপ্রণোদিত হতে ঘোষণা করেন, তিনি কোথাও যাচ্ছেন না। ওয়ান ডে খেলা চালিয়ে যাবেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমি এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছি না। এটা বলছি যাতে আগে থেকে কোনও গুজব ছড়িয়ে না পড়ে। আমার কোনও ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যেটা চলছে সেটাই চলবে।‘
ট্রফি জয়ের পর সাংবাদিক সম্মেলনে রিপোর্টারদের প্রশ্নের অপেক্ষা না করে আগে থেকে এভাবে সবকিছু খোলসা করার তাৎপর্য খুঁজতে চান অনেকে। হাওয়ায় ভাসতে থাকে নানান অনুমান-পাল্টা অনুমান। চাউর হয় হরেক রকম তত্ত্ব। যে কারণে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পরদিনই রোহিত ঘোষণা করেন, ‘এখন যেভাবে সবকিছু আসছে সেভাবেই আমি বিষয়গুলি গ্রহণ করছি। এই মুহূর্তে বেশি দূরে তাকানোটা ঠিক হবে না। এখন আমার ফোকাস ভাল খেলা এবং ঠিক মানসিকতা ধরে রাখা। আপাতত কোনও সীমারেখা টেনে এটা বলতে চাই না, আমি ২০২৭-এর বিশ্বকাপ পর্যন্ত খেলব, না খেলব না। এর কোনও মানে হয় না। আমি বরাবর কেরিয়ারের সিদ্ধান্ত ধাপে ধাপে নিয়ে এসেছি।‘
যদিও এতকিছুর পরেও রোহিতের ওয়ান ডে ক্রিকেটের ভাগ্য নিয়ে চর্চা থামেনি। সূত্রের খবর, মুখে কিছু না বললেও বিশ্বকাপের পরেও একদিনের ক্রিকেট চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন রোহিত শর্মা। সবকিছু ঠিকঠাক গেলে সাতাশে দক্ষিণ আফ্রিকা, জিম্বাওয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ খেলার পরেও ওয়ান ডে জার্সি গায়ে মাঠে নামবেন মুম্বইকর।
কিন্তু বয়স বাধা হয়ে দাঁড়াবে না? আর দু’মাস বাদেই আটত্রিশে পা রাখতে চলেছেন তিনি। আগামি বিশ্বকাপের যা চল্লিশ ছোঁবে। এই অবস্থায় নিজেকে ঠিকঠাক ধরে রাখতে কোচ অভিষেক নায়ারের শরণাপন্ন হয়েছেন রোহিত। তাঁর তত্ত্বাবধানে ফিটনেস, ব্যাটিং এবং দৃষ্টিভঙ্গি—এই তিনটি বিষয় নিয়ে টিম ইন্ডিয়ার অধিনায়ক ইতিমধ্যে কাজ শুরু করেছেন। ২০২৫ থেকে ২০২৭—এর মধ্যে মোট ২৭টি ওয়ান ডে খেলবে ভারতীয় দল। পরে আরও বেশ কিছু ম্যাচ জুড়তে পারে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলি কাজে লাগাতে চান রোহিত।
এমনিতে জাতীয় দলের অন্দরমহলে নায়ারের বেশ কদর রয়েছে। দীনেশ কার্তিক থেকে কেএল রাহুল—অনেক ক্রিকেটার ব্যক্তিগতভাবে অভিষেকের মডেল ও কৌশল অনুসরণ করে থাকেন। এবার রোহিতও বয়স ও ফিটনেসকে পরাস্ত করে বিশ্বকাপ পর্যন্ত ও তারপরেও খেলা চালিয়ে যাওয়া বাস্তবায়িত করতে অভিষেকের ছত্রচ্ছায়ায় এসেছেন।
টি-২০ থেকে আগেই সরে দাঁড়িয়েছেন। সূত্রের খবর সত্যি হলে একদিনের ক্রিকেট আগামি দিনেও চালিয়ে যাবেন। কিন্তু টেস্ট? এই নিয়ে ধোঁয়াশা কাটেনি। বর্ডার-গাভাসকার ট্রফিতে ব্যর্থ হয়েছেন রোহিত। রান আসেনি নিউজিল্যান্ড সিরিজেও। রঞ্জিতেও শনি দশা কাটেনি। এই অবস্থায় টেস্টের কথা এখনই চিন্তা করার মানে হয় না। একমাত্র আইপিএল শেষ হলে এই নিয়ে কথা চলতে পারে। তার আগে কিছু বলা জ্যোতিষীর পক্ষেও অসম্ভব। মত বিশেষজ্ঞদের।