শেষ আপডেট: 7th March 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফলের উপরেই আগামী ওয়ানডে বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভবিষ্যত নির্ভর করছে। টাইমস অফ ইন্ডিয়ায় সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের উপর নাকি রোহিত শর্মার ক্যাপ্টেন্সি ভবিষ্যত নির্ভর করছে।
সূত্রের দাবি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি একজন স্থায়ী অধিনায়কের খোঁজ করছে, যিনি ভবিষ্যতের একটি সঠিক পরিকল্পনা দিতে পারবেন। শোনা যাচ্ছে, ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বিসিসিআই।
ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগরকরের সঙ্গেও নাকি এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল টিম ইন্ডিয়া। এই সিরিজে ভারত হেরে বাড়ি ফিরেছে। তখনই নাকি রোহিতের অধিনায়কত্ব নিয়ে গম্ভীর এবং আগরকরের সঙ্গে আলোচনা করা হয়েছিল। এমনকী, রোহিত নিজেও নাকি এই পরিকল্পনার কোনও বিরোধিতা করেননি। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ভারতীয় ক্রিকেট দলে নয়া ওডিআই ক্যাপ্টেন ঘোষণা করা হতে পারে।
বিসিসিআই-এর ওই সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, 'রোহিত মনে করে যে ওর মধ্যে এখনও কিছুটা ক্রিকেট বেঁচে রয়েছে। সেকারণে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে ঠিক কী পরিকল্পনা রয়েছে, তা ওর থেকে জানতে চাওয়া হয়েছে। রোহিত এখনই অবসর গ্রহণ করবেন কি না, সেটা একেবারে ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে রোহিতের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া আর খেলবে কি না, সেটা অবশ্যই একটা বিবেচ্য বিষয়।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'রোহিত নিজেও বিশ্বাস করেন যে আগামী বিশ্বকাপের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হলে এই দলটার একজন স্থায়ী অধিনায়ক দরকার। এই ব্যাপারে বিরাট কোহলির সঙ্গেও আলোচনা করা হয়েছিল। কিন্তু, তিনি সেইভাবে কোনও উৎসাহ দেখাননি।'
উল্লেখ্য, আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে। এই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি। অন্যদিকে, মিচেল স্যান্টনারের অধিনায়কত্বে কিউয়ি ব্রিগেড ব্যাটিং এবং বোলিংয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স করছে। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেইবার নিউজিল্যান্ড জয়লাভ করেছিল ঠিকই, কিন্তু রোহিত শর্মার দল এবার সেই ইতিহাস বদলাতে চাইবে।