শেষ আপডেট: 12th February 2025 21:42
দ্য ওয়াল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়া ব্রিটিশদের হোয়াইটওয়াশ করেছে। সিরিজের অন্তিম ম্যাচে তো ভারত ১৪২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। সিরিজ জয়ের পর খুব স্বাভাবিকভাবে রোহিত শর্মাকে বেশ স্বস্তিতে দেখতে পাওয়া গেল।
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বললেন, 'এই জয় সত্যিই খুব স্বস্তি দিচ্ছে। এই সিরিজে আমাদের সামনে যথেষ্ট প্রতিবন্ধকতা ছিল। কিন্তু, প্রত্যেকটা বাধাই আমরা জয় করেছি।' প্রসঙ্গত, সিরিজের তৃতীয় ম্যাচে রোহিত মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এই প্রসঙ্গেও তাঁকে প্রশ্ন করা হয়েছিল। আউট নিয়ে কী ভাবনা-চিন্তা করছেন? জবাবে জানালেন, 'এক্ষেত্রে বোলারের (মার্ক উড) প্রশংসা করতেই হবে। বোলাররা সবসময় ব্যাটারদের আউট করতেই চায়। কখনও আপনার ভাগ্য ভাল থাকে যে বলটা ব্যাটে লাগে না। কিন্তু, দ্বিতীয় বলটা আমার ব্যাটের কানা ছুঁয়ে বেরিয়ে যায়। আমার কিছু করার ছিলও না।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের কোনও ভুল আমাদের চোখে পড়েনি। আমরা এর থেকে আরও অনেক বেশি চেয়েছিলাম। কিন্তু, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করব না। আমাদের লক্ষ্য ছিল পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা। শুধু এটুকুই বলতে পারি, একটা চ্যাম্পিয়ন্স দল প্রত্যেকটা ম্যাচে নিজেদের উন্নত করতে চায়। আর এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চায়।'
শেষকালে হিটম্যান বললেন, 'এই রানটা নিয়ে আমরা যথেষ্ট স্বস্তিতে ছিলাম। দলের প্রত্যেককে অন্তত এই স্বাধীনতা দেওয়া রয়েছে, পরিস্থিতি অনুসারে ব্যাট করার। বিশ্বকাপই এটাই সবথেকে ভাল উদাহরণ। আমরা এটাই বজায় রাখতে চাই। অনেক সময় হয়ত পরিকল্পনাগুলো ঠিকঠাক কাজে লাগে না। সেটা মেনে নিতেই হবে।'