শেষ আপডেট: 26th June 2022 01:59
দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড টেস্টের আগের ফের ধাক্কা ভারতীয় শিবিরে। অশ্বিন, বিরাটের পর এবার করোনা আক্রান্ত হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি প্র্যাকটিস ম্যাচে ব্যাট হাতেও ইংল্যান্ডের মাটিতে নেমেছেন তিনি। যদিও ভারতীয় অধিনায়কের কোনও উপসর্গ (Covid 19) দেখা দেয়নি।
বিসিসিআইয়ের তরফে টুইট করে রোহিতের করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। বলা হয়, শনিবার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। সেখানেই রোহিতের রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে আইসলোশনে রয়েছেন তিনি। যদিও সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা ঠিকই আছে। কিন্তু তার করোনা আক্রান্ত হওয়ার পরেই চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় শিবিরে। ১ জুলাই থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে মাঠে নামতে পারবেন তো রোহিত?
তবে তার না খেলা নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি বিসিসিআই। এর আগে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তার পরে বিরাট কোহলিও করোনা কবলে পড়েছিলেন। যদিও এখন তিনি সুস্থ এবং প্র্যাকটিস ম্যাচে নেমেছেন।