শেষ আপডেট: 4th March 2025 19:47
দ্য ওয়াল ব্যুরো: শুরুটা ভাল করে আবারও বড় রান করতে ব্যর্থ হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল ম্যাচ আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে দুটো দলের মধ্যে আপাতত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। রোহিত ছাড়াও ইতিমধ্যে ফিরে গিয়েছেন টিম ইন্ডিয়ার 'প্রিন্স' শুভমান গিল।
জয়ের জন্য ২৬৫ রানের টার্গেট তাড়া করতে নামে ভারতীয় ক্রিকেট দল। শুভমান গিলের সঙ্গে ব্যাট করতে নেমেছিলেন রোহিত শর্মা। শুরুটা বেশ ভালই করেছিলেন হিটম্যান। তাঁর ব্যাট থেকে তিনটে বাউন্ডারি এবং একটা বিশাল ছক্কা হাঁকান। অষ্টম ওভারে অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলটা তুলে দিয়েছিলেন কুপার কনোলির হাতে। আর ওভারের পঞ্চম বলে ঘটে যায় সেই অঘটন।
কনোলি বলটা মিডল এবং লেগ স্টাম্পের মধ্যে রেখেছিলেন। বলটা সুইপ করতে যান রোহিত। টিম ইন্ডিয়ার অধিনায়ককে সচরাচর সুইপ শট মারতে দেখা যায় না। কিন্তু, অনামী কনোলির বলে শেষপর্যন্ত সেই সাহসী সিদ্ধান্তই গ্রহণ করেন তিনি। কিন্তু, বলের লাইনটা মিস করেন তিনি।
সঙ্গে সঙ্গে LBW আউটের জোর আবেদন ওঠে। আম্পায়ার আঙুল তুলবেন কি না, তা নিয়ে যথেষ্ট দ্বিধায় ছিলেন। শেষপর্যন্ত অজি ক্রিকেটারদের আবেদনে সাড়া দেন তিনি। ইতিমধ্যে রোহিত রিভিউ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁর এই একটা সিদ্ধান্ত সমর্থকদের ক্ষোভ বাড়িয়ে দেয়। অনেকেই বলতে থাকেন, রোহিত নাকি বিনা কারণে একটি রিভিউ নষ্ট করলেন।
Rohit Sharma is now burden on the team.
— Ranjan Pandey (@RanjanP08945506) March 4, 2025
কারণ খালি চোখেই দেখতে পাওয়া যাচ্ছিল যে রোহিতের পা স্টাম্পের একেবারে সামনে রয়েছে। আর ট্র্যাকারে দেখা যায়, বলটা লেগ স্টাম্পে গিয়ে লাগছিল। শেষপর্যন্ত তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হল।