শেষ আপডেট: 15th February 2025 19:53
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। ভারতীয় ক্রিকেট দল অভিযান শুরু করবে ২০ তারিখ থেকে। এই টুর্নামেন্টের আসর পাকিস্তানে বসলেও, ভারতের প্রত্যেকটা ম্যাচই দুবাইয়ে খেলা হবে। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। দাবি করা হচ্ছে, রোহিত শর্মা নাকি পাকিস্তানের মাটিতে পা রেখেছেন। সত্যিই পাকিস্তান গিয়েছেন রোহিত? আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দাবি করা হচ্ছে, রোহিত শর্মা নাকি পাকিস্তানে গিয়েছে। ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, বিমান থেকে নামছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। ইতিমধ্যে তাঁকে স্বাগতও জানানো হচ্ছে। সবাই ফুল দিয়ে রোহিত শর্মাকে স্বাগত জানাচ্ছেন। কিন্তু, আমরা আপনাদের নিশ্চিত করছি যে ভিডিওটি পাকিস্তানের নয়। এটা যথেষ্ট পুরনো একটি ভিডিও। এটা ভারতেরই একটি ভিডিও।
View this post on Instagram
রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশ্য়ে রওনা দিয়েছে। টিম ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচ দুবাইয়েই খেলবে। প্রথম ম্যাচ আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। এরপর ২৩ ফেব্রুয়ারি মহাসংগ্রাম। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। অবশেষে ২ মার্চ লিগ পর্যায়ের শেষ ম্য়াচ টিম ইন্ডিয়াকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে।
প্রত্যেকটা ম্য়াচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হবে। যদি ভারতীয় ক্রিকেট দল সেমিফাইনাল এবং ফাইনালে জায়গা করে নিতে পারে, তাহলে এই দুটো ম্য়াচও দুবাইয়েই খেলা হবে। না হলে তা পাকিস্তানে আয়োজন করা হবে।
টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ স্কোয়াড: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
পরিবর্ত ক্রিকেটার: যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে। তবে যদি না দরকার পড়ে, তাহলে এই তিন ক্রিকেটার দুবাই যাবেন না।