শেষ আপডেট: 4th September 2021 15:43
দ্য ওয়াল ব্যুরো: চলতি টেস্টে জ্বলে উঠলেন ভারতীয় তারকারা। ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) যে ফর্মে বিরাজ করলেন, তাতে দলের বাকিদের কাজ সহজ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞ হিসেবে নাম করা ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman) গতকালই বলেছিলেন, ভারত (India) ও ইংল্যান্ড (England) টেস্টে শেষ হাসি হাসবে বিরাট কোহলির (Virat Kohli) দল। ওভাল টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছিলেন। সেই ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে রোহিতরা দেখালেন, তাঁরা বড় মঞ্চের তারকা। অন্য ওপেনার লোকেশ রাহুল (৪৬)-কে নিয়ে প্রথমে ওপেনিং জুটিতে ৮৩ রান তোলেন রোহিত। তারপর হিটম্যানের সঙ্গে নিজেকে মেলে ধরেন চেতেশ্বর পূজারা, তিনিও অপরাজিত রয়েছেন। ভারত ২০০-র বেশি রান করে লিড নিয়েছে এখনই ১০০-র বেশি রানে। https://twitter.com/VVSLaxman281/status/1434161237462425600 রোহিত স্থিতধী ইনিংস যেমন খেলেছেন, তেমনি আবার মারার বল মেরেছেনও। ১২টি চার ও একটি ছয় সহযোগে তিনি সেঞ্চুরি করলেন, এটাই তাঁর প্রথম বিদেশের মাঠে টেস্ট সেঞ্চুরি। মইন আলির বলে একেবারে ছক্কা হাঁকিয়ে সেই সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রোহিত শর্মা। তৃতীয় দিনে খেলতে নামলেও রোহিত নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। লোকেশ রাহুলের আউট নিয়ে বিতর্ক থাকলেও, রোহিত কিন্তু উইকেট আঁকড়ে লড়াই করে চলেছেন। এ দিনই তিনি ১১ হাজার রান পূরণ করেছেন। দ্বিতীয় ইনিংসে একটু এদিক-ওদিক হলেই টিম ইন্ডিয়াকে এই ম্যাচে হারতে হবে। কিন্তু রোহিত এবং রাহুলের জুটি দলকে টেনেছে। আর তাই দ্বিতীয় দিনের শেষবেলায় কোনও উইকেটই তুলতে পারেননি ইংরেজ বোলাররা। আর তৃতীয় দিন ওভাল সাক্ষী থাকল ভারতীয় ব্যাটসম্যানদের দাঁতে-দাঁত চাপা লড়াই। দ্বিতীয় দিনের ৪৩/০ থেকে খেলা শুরু করে ওপেনিং জুটিতে এদিন আরও ৪০ রান। তবে রানের থেকেও বড় অনেকটা সময়ই ক্রিজে থেকে নতুন বলকে কার্যত নির্বিষ করে দেয় রোহিত-রাহুলের জুটি। ৪৬ রান করে রাহুল আউট হলেও এরপর চেতেশ্বর পূজারাকে সঙ্গে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত।