শেষ আপডেট: 10th February 2025 17:07
দ্য ওয়াল ব্যুরো: টিম ইন্ডিয়ার বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তাঁর কথায়, রোহিতের ব্যাট যদি এভাবেই গর্জন করতে থাকে, তাহলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেতাব জয় কেউ আটকাতে পারবে না। প্রসঙ্গত, কটকের বরাবাটি স্টেডিয়ামে রোহিত শর্মার ব্যাটে গর্জন শুনতে পাওয়া যায়। তিনি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৩২ নম্বর শতরানটা করে ফেলেন।
তবে গত কয়েকমাস ধরে হিটম্যানের ব্যাটে রানের খরা দেখতে পাওয়া যাচ্ছিল। কটকের এই শতরানের আগে রোহিত ১৬ ইনিংসে মোট ১৬৬ রান করেছিলেন। তা নিয়ে সমালোচনাও অবশ্য কম হয়নি। অবশেষে যাবতীয় সমালোচনার জবাব দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
উল্লেখ্য, এই দ্বিতীয় একদিনের ম্য়াচে রোহিত শর্মা ৭৬ বলে শতরান করেছেন। তাঁর ব্যাট থেকে ১২ বাউন্ডারি এবং ৭ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। অবশেষে ১১৯ রান করে তিনি আউট হয়ে যান। টিম ইন্ডিয়া এই ম্য়াচে শেষপর্যন্ত ৪ উইকেটে জয়লাভ করে। পিটিআই-কে দেওয়া একটি ইন্টারভিউয়ে মহম্মদ আজহারউদ্দিন বললেন, রোহিতের ব্যাটিং ফর্মটা একেবারে সঠিক সময়ে ফিরে এসেছে। আর এই ফর্মটা অব্যাহত থাকলে ভারতের ঝুলিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি আসবে।
আজহারউদ্দিন বললেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় ক্রিকেট দলকে আমি আগাম শুভেচ্ছা জানাতে চাই। যদি রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ফর্মটা ধরে রাখতে পারেন, তাহলে আমরা চোখ বন্ধ করে খেতাব জয় করব। রোহিতের ফর্মটা একেবারে সঠিক সময়েই ফিরে এসেছে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দলের ওপেনার হিসেবে সচিন তেন্ডুলকরের রেকর্ড (তিনটে ফরম্যাট মিলিয়ে) ভেঙে দিয়েছেন রোহিত শর্মা। আজহারের কথায়, রোহিত কখনই সহজে হাল ছেড়ে দেয় না। ব্যাটে রানে খরা চললেও, ফর্মে ফেরার আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। পাশাপাশি সচিনের রেকর্ড ভাঙার জন্য রোহিতকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।