শেষ আপডেট: 11th March 2025 19:21
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল। এই বছর ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। মঙ্গলবার (১১ মার্চ) ভারতের মাটিতে পা রেখেছেন হিটম্যান। দেশের মাটিতে ভারতীয় অধিনায়ক পা রাখার সঙ্গে সঙ্গেই একবারে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোহিতের গাড়ির চারপাশে বিশাল জমায়েত দেখতে পাওয়া গিয়েছে। প্রত্যেকের মুখেই রোহিত শর্মার নামে জয়ধ্বনি শুনতে পাওয়া যায়। সকলেই রোহিতকে দেখে 'ইন্ডিয়া চা রাজা' বলে চিৎকার করছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। রোহিতের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ফাইনাল ম্যাচে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে।
রোহিতের মুম্বই প্রত্যাবর্তনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। হিটম্যান নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। রোহিতের আশপাশে সমর্থকদের ভিড় স্পষ্টই চোখে পড়ছিল। টিম ইন্ডিয়ার অধিনায়কের গাড়ির পিছনে বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের গাড়িও দেখতে পাওয়া যায়। যদিও রোহিত গাড়ি থেকে বেরোতে পারেননি। গাড়ির ভিতর থেকেই তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন।
প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার ব্যাট কার্যত গর্জন করেছিল। ৮৩ বল খেলে তিনি ৭৬ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন। পাশাপাশি শুভমান গিলের সঙ্গে প্রথম উইকেটে তিনি শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে। আর সেকারণে ফাইনালের লড়াইয়ে কিউয়ি ব্রিগেড অনেকটা ব্যাকফুটে চলে যায়। হিটম্যানের এই ইনিংসের দৌলতেই টিম ইন্ডিয়া ৪ উইকেটে জয়লাভ করেছে।
টিম ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করার পর এবার রোহিত শর্মা ২০২৫ আইপিএল টুর্নামেন্টে ধামাকার প্রস্তুতি গ্রহণ করছেন। মেগা অকশনের আগেই মুম্বই ইন্ডিয়ান্স হিটম্যানকে রিটেন করেছিল। যদিও এই টুর্নামেন্টে রোহিত একজন ব্যাটার হিসেবেই পারফর্ম করবেন। ২০২৪ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছিল। গত আইপিএল মরশুমে রোহিত শর্মা ব্যাট হাতে বেশ ভাল পারফরম্যান্স করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে রোহিত শর্মা ১৪ ম্যাচে ১৫০-এর স্ট্রাইক রেটে মোট ৪১৭ রান করেছিলেন। এরমধ্যে একটি শতরান এবং একটি হাফসেঞ্চুরি ছিল। যদিও টুর্নামেন্ট শেষে মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের একেবারে নীচে ছিল। আগামী ২২ মার্চ থেকে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হবে। আর ফাইনাল ম্যাচ আয়োজন করা হবে আগামী ২৫ মে।