শেষ আপডেট: 19th February 2024 18:30
দ্য ওয়াল ব্যুরো: রাজকোট টেস্টে যশস্বী জয়সোয়াল মাত করে দিয়েছেন সবাইকে। তাঁর ডাবল সেঞ্চুরি, সেইসঙ্গে সরফরাজ খানের দুরন্ত হাফসেঞ্চুরি দলের কোচ ও অধিনায়কের আস্থা অর্জন করে নিয়েছেন। পাশাপাশি দলের উইকেটরক্ষক ধ্রুব জুরেলের কিপিংও ভাল লেগেছে সকলের। তিনি কিপিংয়ে যে ভরতের থেকে অনেক ভাল, সেটি বুঝিয়ে দিয়েছেন।
সোমবার রোহিত দলের তিন তরুণ ক্রিকেটারের পারফরম্যান্সে খুশি, সেটি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টে বুঝিয়ে দিয়েছেন। ভারত অধিনায়ক সেই পোস্টে তিন তরুণের ছবি দিয়ে লিখেছেন, ‘ইয়ে আজকাল কি বাচ্চে’, অর্থাৎ ‘এরা আজকালকার বাচ্চা’। এর সঙ্গে হাততালির একটি ইমোজিও যোগ করেছেন তিনি।
এই ঘটনায় দলের তিন তরুণ তারকাকে উদীপ্ত করেছেন রোহিত। রাজকোটের মাঠেই সরফরাজ ও ধ্রুব জুরেলের অভিষেক টেস্ট ম্যাচ ছিল। তাঁরা যে খেলেছেন, তাতে বড় মঞ্চের তারকা ধরেই নেওয়া যায়। চাপের মুখে দুরন্ত ইনিংস খেলেছেন সরফরাজ। জুরেলের ব্যাট থেকে বেরিয়েছে ৪৭ রান ও দারুণ কিপিং উপহার দিয়েছেন।
আর যশস্বীর ব্যাটিংয়ে মুগ্ধ কুম্বলে থেকে গাভাসকার, কিংবা মাইকেল ভন থেকে নাসের হুসেন, সকলেই। ৯২ বছরের ইতিহাসে ইংল্যান্ডকে এত বড় ব্যবধানে হারাতে পারেনি কোনও দলই। সেদিক থেকে রোহিতের দল নজির গড়েছে।