শেষ আপডেট: 9th March 2025 23:45
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে রোহিত শর্মা অধিনায়কত্ব এবং ব্যাটিং নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছিল। যদিও ফাইনাল ম্যাচে রোহিত প্রত্যেকটা সমালোচনার যোগ্য জবাব দিয়ে দিলেন। ফাইনাল ম্যাচে হিটম্যানের ব্যাটিং তাণ্ডবে কার্যত উড়ে গেলেন কিউয়ি বোলাররা। সবথেকে গুরুত্বপূর্ণ সময়ে তিনি দলের হাল ধরলেন এবং ৭৬ রানের একটা ধামাকাদার ইনিংস খেললেন। কার্যত রোহিতের ব্যাটিং তাণ্ডবে টিম ইন্ডিয়ার জয়ের রাস্তা মসৃণ হয়।
ম্যাচের শেষে রোহিত বললেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পেরে খুব ভাল লাগছে। গোটা টুর্নামেন্ট জুড়ে আমরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছি। এই ফলাফল অর্জন করতে পেরে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমি সাধারণত এতটা আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করি না। কিন্তু, এই ম্যাচে আমি সেটাই করতে চাইছিলাম। তবে আমার পিছনে গোটা দল এবং ম্যানেজমেন্টের যথেষ্ট সাপোর্ট ছিল।'
তিনি আরও বললেন, 'আগেই রাহুল ভাইয়ের সঙ্গে আমি এই ব্যাপারে আলোচনা করেছি। এখন গৌতি ভাইয়ের সঙ্গেও করি। এমন একটা ইনিংস আমি খেলতে চাইছিলাম। এত বছর ধরে আমি বিভিন্ন স্টাইলে ক্রিকেট খেলেছি। অবশেষে সেই ফলাফল আমরা পাচ্ছি। প্রথম ৫-৬ ওভারে আমাকে কী করতে হবে, সেই ব্যাপারে যথেষ্ট নিশ্চিত ছিলাম। আগে হয়ত এমন ব্যাটিং করতে গিয়ে আউট হয়েছি, তবে কেমন পারফরম্যান্স করছি সেটাই আসল কথা। এই দলের ব্যাটিং গভীরতার কারণে আমি হাত খুলে খেলতে পেরেছি। আট নম্বরে জাদেজা ব্যাট করতে নামে। এটাই আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আমি কী করব, সেটা আমার মাথার মধ্যে স্পষ্ট ছিল। সেই পরিকল্পনা অনুসারে ব্যাট করেছি।'
উল্লেখ্য, এই ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্স করলেন রোহিত। আর হিটম্যানের অধিনায়কত্ব নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই। ফাইনাল ম্যাচেও সেই দৃশ্য দেখতে পাওয়া গেল। রোহিতের অধিনায়কত্বের কারণে নিউজিল্যান্ডকে ভারতীয় ক্রিকেট দল ২৫১ রানে আটকে দেয়। গোটা টুর্নামেন্ট জুড়ে রোহিতের ব্যাট সেভাবে গর্জন না করলেও. ফাইনাল ম্যাচে তা গর্জে উঠল। পাশাপাশি, তাঁর নেতৃত্বে টিম ইন্ডিয়া পরপর ২ আইসিসি খেতাব জয় করে।