শেষ আপডেট: 6th February 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: এ কী করলেন রোহিত শর্মা। যে ভারতীয় ক্রিকেটার একটা সময় ওয়ানডে ক্রিকেটে ২৬৪ রান করেছিলেন, যে ক্রিকেটার একটা নয়, ওয়ানডে ক্রিকেটে তিনটে ডবল সেঞ্চুরি করেছেন, সেই রোহিত গুরুনাথ শর্মা যেন কোথাও একটা হারিয়ে গিয়েছেন। সম্প্রতি তাঁর ব্যাটে রানের খরা যেন কাটতেই চাইছে না। বুধবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আরও একবার সেই ছবিটা স্পষ্ট হয়ে গেল।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিত শর্মার কাছে এই ভারত বনাম ইংল্য়ান্ড ওয়ানডে সিরিজ যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইতিমধ্যে রোহিত শর্মাকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে। আর সেকারণে বুধবার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিক বৈঠকে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতেই, রোহিতও আচমকা রেগে যান।
ফলে রোহিত যে নিজের উপরেও চাপটা প্রত্যেক মুহূর্তে অনুভব করছেন, সেটা যেন বৃহস্পতির সন্ধ্যাতেই স্পষ্ট হয়ে গেল। ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন না রোহিত। তাঁর সঙ্গে ওপেন করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল। আর শুভমান গিল তিন নম্বরে শিফট করেছেন। কিন্তু, ডেবিউ ম্যাচে যশস্বী টিম ইন্ডিয়ার ওপেনার হিসেবে যে প্রেশারটা নিচ্ছিলেন, তার ছিটেফোঁটাও রোহিতের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছিল না। সত্যি কথা বলতে কী, দেখে মনে হচ্ছিল যশস্বীর আড়ালে রোহিত যেন নিজের পিঠ বাঁচাতে চাইছেন।
পঞ্চম ওভারের তৃতীয় বলে আউট হলেন যশস্বী। তিনি ২২ বলে ১৫ রান করলেন। এরমধ্যে তিনটে বাউন্ডারিও হাঁকিয়েছেন তিনি। একজন ডেবিউট্যান্ট ক্রিকেটারের থেকে আর বেশি কতই বা আশা করা যেতে পারে? যশস্বী আউট হতেই ব্যাটিং গিয়ার বদলানোর চেষ্টা করেন রোহিত শর্মা।
পরের ওভারে বল করতে আসেন সাকিব মেহমুদ। ওভারের দ্বিতীয় বলটা ঠিক যেন চামচে করে উপরের দিকে তুলে দেন। ব্যাটে-বলে কোনও টাইমিংয়ের বালাই-বাষ্প ছিল না। মনে হল, মিড উইকেটের উপর দিয়ে তিনি বোধহয় হুইপ করতে চেয়েছিলেন। কিন্তু, প্যাডের কাছ থেকে বলটা তোলার কারণে খুব বেশি ডিসটেন্স তিনি পেলেন না। শেষপর্যন্ত যে উইকেটটা ইংল্যান্ডের দরকার ছিল, সেটাই কার্যত উপহার দিয়ে এলেন তিনি। ৭ বলে মাত্র দুই রান করে তাঁকে প্যাভিলিয়নের পথ ধরতে হয়। আপাতত আট ওভার শেষে ভারত আপাতত ২ উইকেট হারিয়ে ৫০ রান করেছে।
প্রসঙ্গত, এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, ২৪৮ রানে তারা অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে জস বাটলার (৫২) এবং জেকব বেথেল (৫১) অর্ধশতরান করলেন। অন্যদিকে ভারতের হয়ে তিনটে করে উইকেট শিকার করেন হর্ষিত রানা এবং রবীন্দ্র জাদেজা। এছাড়া একটি করে উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সামি, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব।