টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা
শেষ আপডেট: 9 February 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় একদিনের ম্য়াচ কটকে আয়োজন করা হচ্ছে। এই ম্যাচে রোহিত শর্মা ইতিমধ্যে প্রত্যাবর্তনের এক রূপকথা লিখে ফেলেছেন। ৭৬ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে হাফসেঞ্চুরি বেরিয়ে আসে। শেষপর্যন্ত ১১৯ রান করে ফিরে যান তিনি। রোহিত তাঁর এই ইনিংসটা ১২ চার এবং ৭ ছক্কায় সাজিয়েছেন। আপাতত গোটা দেশজুড়ে ক্রিকেট সমর্থকদের মুখে রোহিত-স্তুতি শুনতে পাওয়া যাচ্ছে।
এই ম্য়াচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। ব্রিটিশরা ব্যাট করার সময় আচমকা টিম ইন্ডিয়ার তরুণ পেসার হর্ষিত রানার উপর মাথা গরম করে ফেললেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইংল্যান্ড ইনিংসের ৩২ ওভারে এই ঘটনাটি ঘটেছে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আসলে, হর্ষিতের একটা সামান্য ভুলের কারণে ইংল্যান্ড ক্রিকেট দল অতিরিক্ত ৪ রান পেয়ে গিয়েছিল। আর সেটা দেখেই রোহিতের মেজাজ গরম হয়ে যায়। ঘটনাটি ৩২ ওভারের। জস বাটলারকে বল করছিলেন হর্ষিত রানা।
ওভারের পঞ্চম বলটা বাটলার রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছিলেন। এরপর হর্ষিত বলটা মাটি থেকে তুলে অনাবশ্যক স্টাম্পের দিকে থ্রো করে। রানার ছোঁড়া এই বলটা স্টাম্পে লাগেনি। উল্টে সেটা বাউন্ডারি টপকে যায়। আর ওই ওভার থ্রো'র কারণে ইংল্যান্ড চারটে অতিরিক্ত রান পেয়ে যান।
Rohit Sharma was visibly irate when Harshit Rana’s reckless overthrow resulted in an unnecessary boundary.#INDvENGpic.twitter.com/7isBgo6tUp
— ???????????????????????? ???? (@whyy__prince) February 9, 2025
হর্ষিত রানার এই ক্ষমাহীন ভুল দেখে রোহিত বেজায় রেগে যান। এমনকী, টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও এমন ভুলের কারণে কিছুটা রেগে যান। স্টাম্প মাইকের একেবারে সামনেই দাঁড়িয়ে ছিলেন রোহিত। তাঁকে বলতে শোনা যায়, 'মাথাটা কাজে লাগা।' এরপর হর্ষিতের উপর চিৎকার করেন তিনি।