শেষ আপডেট: 26th February 2024 20:27
দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের বাজারে টেস্ট খেলার প্রতি অনেক ক্রিকেটারের অনিহা রয়েছে। তাঁরা কোনও না কোনও কারণ দেখিয়ে সরে যান আসল ক্রিকেট থেকে। এই বিষয়টি লক্ষ্য করেছেন ভারতীয় দল পরিচালকমণ্ডলী।
সোমবার রাঁচি টেস্টে জয়ের পরে রোহিত শর্মা বলে দিয়েছেন, আগামী দিনে যাদের মধ্যে টেস্ট খেলার খিদে থাকবে তারাই দলে সুযোগ পাবে। রোহিত পরিষ্কার করে দিয়েছেন তাঁরা নামের পিছনে ছুটবেন না। কারণ দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বারবার ঈশান কিশানকে ঘরোয়া ক্রিকেট খেলতে বললেও তিনি সেটি খেলেননি। এই বিষয়টিতে বোর্ড বেশ ক্ষুব্ধ।
রোহিতও এদিন জানিয়ে দিয়েছেন, আমরা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে পেয়েছি, যারা ঘরোয়া ক্রিকেটে ভাল খেলেই জাতীয় দলেছে। তিনি ওই ক্রিকেটারদের নাম করতে গিয়ে বলেছেন, ধ্রুব জুরেল, আকাশদীপ সিং, যশস্বী জয়সোয়ালের কথা।
ভারত অধিনায়ক বলেছেন, অনিচ্ছুকদের আমরা দলে নেব না। তাতে দলের পারফরম্যান্সেও প্রভাব পড়বে। আমাদের যে তরুণরা রয়েছে, তারা কঠোর পরিশ্রম করেই জাতীয় দলে সুযোগ পেয়েছে। আমরাও ওদের থেকে ইতিবাচক সাড়া দেখতে পেয়েছি। আমি ও আমাদের কোচ রাহুল ভাই ওদের একটা ভাল পরিবেশ দেব, সেই কথা রেখেছিলাম। সেটি পেরেছি বলেই ওরা হালকামনে নিজেদের উজাড় করে দিতে পেরেছে। জুনিয়রদের খেলায় আমরা খুশি।